এশিয়ান কাপ বাছাই পর্বের প্রথম ম্যাচে গতকাল ভারতের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে লাল-সবুজের দল। ম্যাচ শেষে বাংলাদেশ জাতীয় ফুটবল দল বুধবার বিকেলে ঢাকায় পৌঁছেছে।
কাল শিলং থেকে রওনা হয়ে গৌহাটি বিমানবন্দর, এরপর কলকাতা হয়ে ঢাকায় পৌঁছায় বাংলাদেশ দল।
বিজ্ঞাপন
ভারতের বিপক্ষে এই ম্যাচ দিয়েই বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়েছে হামজা চৌধুরির। নিজের প্রথম ম্যাচেই দুর্দান্ত খেলেছেন তিনি।
জাতীয় দলের দায়িত্ব শেষে এবার তিনি ফিরবেন ইংল্যান্ডে। শেফিল্ড ইউনাইটেডে যোগ দিতে আগামীকাল বাংলাদেশ ত্যাগ করবেন তারকা এই ফুটবলার।
এশিয়ান কাপ বাছাইয়ের হোম ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে খেলতে ১০ জুন আবার দেশে আসবেন এই তারকা ফুটবলার।