শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫, ঢাকা

আইপিএলের শুরুতেই টানা দুই হার মুম্বাইয়ের, ব্যাটারদের দুষলেন হার্দিক

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩০ মার্চ ২০২৫, ১২:৩৬ পিএম

শেয়ার করুন:

loading/img

গত মৌসুমে হতাশাজনক পারফর্ম করার পর আইপিএলের এবারের মৌসুমের শুরুইটাও ভালো করতে পারেনি মুম্বাই ইন্ডিয়ান্স। পাঁচবারের চ্যাম্পিয়নরা নিজেদের প্রথম দুই ম্যাচেই হেরেছে। এবারের আসরের প্রথম ম্যাচে নিষেধাজ্ঞার কারণে দলে ছিলেন না হার্দিক পান্ডিয়া। তবে গতকাল গুজ্রাটের বিপক্ষে ম্যাচ দিয়ে তিনি ফিরেছেন। কিন্তু নিয়মিত অধিনায়ক ফিরলেও জয়ে ফিরতে পারেনি মুম্বাই।

আহমেদাবাদে গতকাল মুম্বাইয়ের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১৯৬ রানের সংগ্রহ গড়ে গুজরাত। জবাবে ব্যাট করতে মুম্বাই থেমেছে ৬ উইকেটে ১৬০ রান করে। সাবেক চ্যাম্পিয়নদের হয়ে তিলক ভার্মা ও সূর্যকুমার যাদব ছাড়া আর কেউ ব্যাট হাতে অবদান না রাখতে পারায় শেষ পর্যন্৩৬ রানের হার নিয়ে মাঠ ছাড়তে হয় মুম্বাইকে।


বিজ্ঞাপন


মুম্বাইয়ের হয়ে গতকাল ব্যাত হাতে নিজেকে মেলে ধরতে পারেননি দুই ওপেনার রোহিত শর্মা ও রায়ান রিকেলটন। তিলক ৩৯ ও সূর্যকুমার করেছেন যথাক্রমে ৩৯ ও ৪৮। এছাড়া আর কেউই বলার মত সংগ্রহ গড়তে পারেননি। অধিনায়ক পান্ডিয়াও আউট হন ১৭ বলে ১১ রান করে।

এদিকে টানা দুই হারের পর ব্যাটারদের ব্যর্থতার কথাই জানিয়েছেন মুম্বাইয়ের অধিনায়ক হার্দিক। ম্যাচ শেষে তিনি বলেন, “সবে দুটো ম্যাচ হয়েছে। কিন্তু ব্যাটারদের ব্যর্থতা কাটিয়ে ঘুরে দাঁড়াতে হবে। আশা করি সেটা দ্রুত করে দেখাতে পারবে আমাদের ব্যাটসম্যানেরা।” 

গুজ্রাটের বিপক্ষে হারের কারণ হিসেবে তিনি বলেন, “ফিল্ডিং করার সময়ও আমরা পেশাদারিত্ব দেখাতে পারিনি। অতিরিক্ত ২০-২৫ রান দিতে হয়েছে।”

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর