বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

৪৩ বছর বয়সে ১৬ বলে ৩০ রান করে ধোনির নতুন রেকর্ড

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৯ মার্চ ২০২৫, ০৬:৪০ পিএম

শেয়ার করুন:

loading/img

বয়স যে কেবল একটি সংখ্যা তা প্রতিনিয়ত প্রমাণ করে যাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগীজ মহাতারকা ৪০ বছর বয়সে এসেও খেলে যাচ্ছেন প্রবল প্রতাপে, আছেন ক্যারিয়ারে এক হাজার গোল করার মাইলফলক ছোঁয়ার লক্ষ্যে। রোনালদোর মতো ক্রিকেট খেলায় বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে এখনো খেলে যাচ্ছেন মহেন্দ্র সিং ধোনি। ৪৩ বছর বয়সে এসেও আইপিএলে ঝড় তুলছেন তিনি।

আইপিএলের এবারের আসরে প্রথম ম্যাচেও ব্যাট হাতে মাঠে নেমেছিলেন ধোনি। তবে সে ম্যাচে ধোনির চার-ছয়ের মার দেখার সৌভাগ্য হয়নি সমর্থকদের। অবশেষে গতকাল ভারতের সাবেক অধিনায়ক দেখিয়েছেন, বয়স বাড়লেও ঝড় তুলতে ভুলে যাননি তিনি।


বিজ্ঞাপন


চিপকে গতকাল নিজেদের দ্বিতীয় ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে মাঠে নেমেছিল সিএসকে। এ ম্যাচে ১৯৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দ্রুত বেশ কয়েকটি উইকেট হারিয়ে চাপে পড়েছিল চেন্নাই।

আরসিবির বিপক্ষে ম্যাচে ধোনি গতকাল ব্যাট করতে নেমেছিলেন নয় নম্বরে। খেলেছেন ১৬ বলে ৩০ রানের ইনিংস। ৩ চারের সঙ্গে ভারতের সাবেক অধিনায়ক হাঁকিয়েছেন ২টি ছক্কা। তবে সিএসকে শেষ পর্যন্ত ম্যাচটি জিততে পারেনি।

এদিকে চেন্নাই জিততে না পারলেও দারুণ এক রেকর্ড গড়েছেন ধোনি। ১৬ বলে ৩০ রানের ঝড়ো ইনিংস খেলে আইপিএলের ইতিহাসে চেন্নাই সুপার কিংসের হয়ে সবচেয়ে বেশি রান করার রেকর্ড গড়েছেন তিনি। চেন্নাইয়ের জার্সিতে ২৩৬টি ম্যাচে ধোনির রান এখন ৪ হাজার ৬৯৯। এর আগে এই রেকর্ডের মালিক ছিলেন সুরেশ রায়না, তিনি ১৭৮ ম্যাচে ৪ হাজার ৬৮৭ রান করেছিলেন।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর