বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

জন্মভূমি পাকিস্তানের বিপক্ষে রেকর্ড গড়ার অনুভূতি জানালেন আব্বাস

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩০ মার্চ ২০২৫, ০১:৪৪ পিএম

শেয়ার করুন:

loading/img

আন্তর্জাতিক ক্রিকেটে নিজের প্রথম ম্যাচ খেলতে গতকাল মাঠে নেমেছিলেন মোহাম্মদ আব্বাস। পাকিস্তানে জন্ম নেওয়া এ ক্রিকেটার মাঠে নেমেছিলেন নিজের জন্মভূমির বিপক্ষে। নিউজিল্যান্ডের জার্সিতে মাঠে নেমে দুর্দান্ত এক রেকর্ডও গড়েছেন তিনি।

আব্বাসের জন্ম পাকিস্তানে। তবে খেলছেন নিউজিল্যান্ডের হয়ে। আবাসের পিতা আজহার আব্বাসেরও ধ্যানজ্ঞান ছিল ক্রিকেট। এ কারণেই নিউজিল্যান্ড পাড়ি জমানোর পরও ক্রিকেট ভুলতে পারেননি। সেখানে ওয়েলিংটন ও অকল্যান্ডের হয়ে খেলেছেন। বর্তমানে ওয়েলিংটনে সহকারী কোচের দায়িত্ব পালন করছেন।


বিজ্ঞাপন


বাবার মতই ক্রিকেট পাগল ছেলে মুহাম্মদ আব্বাস। ২০২২ সালে নিউজিল্যান্ডের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলার কথা থাকলেও শেষ পর্যন্ত তা হয়নি। এবার হঠাৎ করেই ডাক পেয়েছেন জাতীয় দলে। আর নিজের প্রথম ম্যাচে খেলতে নেমে সুযোগটাও বেশ ভালোভাবেই কাজে লাগিয়েছেন তিনি।

নিজের প্রথম ম্যাচ খেলতে নেমেই আগ্রাসী ভঙ্গিতে খেলেছেন আব্বাস। নিউজিল্যান্ডের ৩৪৪ রানের বড় সংগ্রহ গড়ার পথে তিনি খেলেছেন ২৬ বলে ৫২ রানের ইনিংস। আর ফিফটি করার পথে গড়েছেন বিশ্বরেকর্ড।

Screenshot_2025-03-29_154222_20250329_154123028

নিজের অভিষেক ম্যাচে আব্বাস ফিফটি করেছেন ২৪ বলে। অভিষেকে দ্রুততম ফিফটির রেকর্ডটি আগে ছিল ভারতের ক্রুনাল পান্ডিয়া ও ওয়েস্ট ইন্ডিজের অলিক অ্যাথানেজের। এ দুজন তা করেছিলেন ২৬ বলে। তবে ২৪ বলে ফিফটি করে রেকর্ডটি নিজের করে নিয়েছেন আব্বাস।


বিজ্ঞাপন


দারুণ এই রেকর্ড গড়ার পর থেকেই অসংখ্য মানুষের শুভকামনায় ভাসছেন আব্বাস। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমার ফোন বেজেই চলছিল। হাজার হাজার নোটিফিকেশন এসেছে। যুক্তরাজ্য, পাকিস্তান থেকে পেয়েছি।’

২৪ বলে ফিফটি করে যে তিনি একটি রেকর্ড ভাছেন সে সম্পর্কে অবশ্য ধারণা ছিল না আব্বাসের। তিনি বলেন, ‘আমার সত্যিই ধারণা ছিল না। কেউ আমাকে বলেছিলেন। তবে জানি না তিনি কে ছিলেন। আমি এখনো এটা বিশ্বাস করতে পারছি না যে এমনটা হয়েছে।’

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন