কক্সবাজারের রামু উপজেলায় পাওনা টাকা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের গুলিতে এক যুবক নিহত হয়েছেন।
সোমবার (৩১ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে রামুর কাউয়ারখোপ ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের চৌধুরী খামার এলাকায় এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহত নবী হোসেন (৪৫) একই ইউনিয়নের পশ্চিম গনিয়াকাটা এলাকার আলী আকবরের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমন কান্তি চৌধুরী।
স্থানীয়রা জানান, পাওনা টাকা নিয়ে তাদের দু’পক্ষের মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ চলছিল। সেই বিরোধকে কেন্দ্র করে নবী হোসেনের সঙ্গে তার আপন চাচাতো ভাই মোহাম্মদ হানিফসহ আরও ৫/৬ জনের মধ্যে তর্কাতর্কির ঘটনা ঘটে। একপর্যায়ে প্রতিপক্ষের ছোড়া গুলিতে নবী হোসেন ঘটনাস্থলে মারা যান।
এ বিষয়ে রামু থানার ওসি ইমন কান্তি চৌধুরী বলেন, এই ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/ এমইউ