শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫, ঢাকা

রোনালদোকে ছুঁতে পারা এমবাপের কাছে বিশেষ কিছু

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩০ মার্চ ২০২৫, ১১:৩০ এএম

শেয়ার করুন:

রোনালদোকে ছুঁতে পারা এমবাপের কাছে বিশেষ কিছু

চলতি মৌসুমের শুরুতেই রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন কিলিয়ান এমবাপে। নিজের স্বপ্নের ক্লাবে নাম লেখানোর পর মানিয়ে নিতে কিছুটা সময় লেগেছে ফরাসি এই তরুণ ফুটবলারের। তবে সে সময় ছিল বেশ কঠিন। কেননা অনেকেই তখন তার উপর বিশ্বাস হারিয়ে ফেলেছিলেন। নিয়মিত গোল পাচ্ছিলেন না, দলের জয়ে অবদান রাখতে পারছিলেন না বলে ফ্লপ তকমাও দিয়েছিলেন অনেকেই।

তবে সেই এমবাপেই এখন রিয়ালের কান্ডারি বনে গিয়েছেন। গতকাল লেগানেসের বিপক্ষে লা লিগার ম্যাচে ৩-২ গোলের দুর্দান্ত জয় পেয়েছে রিয়াল। এই জয়ে শীর্ষে থাকা বার্সেলোনাকে ছুঁয়েছে রিয়াল। আর লস ব্লাঙ্কোসদের দারুণ এই জয়ের ম্যাচে জোড়া গোল করেছেন এমবাপে।


বিজ্ঞাপন


পেনাল্টি থেকে প্রথম লক্ষ্যভেদ করে দলকে এগিয় নেওয়ার পর রিয়ালের হয়ে দ্বিতীয় গোলটি করেন জুড বেলিংহাম। এরপর ফ্রি কিক থেকে গোল করে দলের জয় নিশ্চিত করেন এমবাপে। এদিকে জোড়া গোল করে নিজের আদর্শ ক্রিশ্চিয়ানো রোনালদোকেও ছুঁয়েছেন এমবাপে।

এমবাপের কাছে রোনালদো আসলে কি তা ফরাসি এই বিশ্বকাপজয়ী ফুটবলারের সমর্থকরা ঠিকই জানেন। শৈশব-কৈশর থেকেই রোনালদোর খেলা দেখে বড় হয়ুএছেন এমবাপে, নিজের রুমে টানিয়ে রেখেছেন পর্তুগীজ মহাতারকার অসংখ্য পোস্টার, রোনলদোর মতোই খেলতে চেয়েছেন রিয়ালের হয়ে।

এমবাপের সেসব স্বপ্ন পূরণ হয়েছে। রিয়ালের নাম লিখিয়ে প্রথম মৌসুমটা দারুণ কাটাচ্ছেন তিনি। এবার ছুঁয়ে ফেলেছেন রোনালদোকেও। রিয়ালের হয়ে নিজের প্রথম মৌসুমে (২০০৯-১০) সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৩ গোল করেছিলেন রোনালদো। আর গতকাল জোড়া গোল করে নিজের প্রথম মৌসুমে এমবাপেও ৩৩ গোল করার মাইলফলক ছুঁয়েছেন। এমবাপের সামনে এখন সুযোগ রোনালদোকে ছাড়িয়ে যাওয়ার।

এদিকে রোনালদোর রেকর্ড ছুঁতে পারা এমবাপের কাছে বিশেষ কিছু বলেই জানিয়েছেন এমবাপে। ম্যাচ শেষে তিনি বলেন, ‘এটা খুব বিশেষ কিছু। রোনালদোর সমান গোলসংখ্যা হওয়াটা সব সময় ভালো কিছু। আমরা জানি, রিয়াল মাদ্রিদ এবং আমার জন্য রোনালদো আসলে কী!’


বিজ্ঞাপন


রোনালদোর সঙ্গে কথা হয় জানিয়ে এমবাপে বলেন, ‘আমাদের সার্বক্ষণিক যোগাযোগ হয়, সবসময় কথা চলেই। তিনি আমাকে পরামর্শ দেন। তার সমান গোল করতে পারা খুবই ভালো। তবে আমি তো সবসময়ই বলি, এখানে ট্রফি জিততে হবে আমাদের।’

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর