মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫, ঢাকা

বিশ্বকাপ ও কোপা আমেরিকা নিয়ে রদ্রিগোকে খোঁচা পারেদেসের

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৬ মার্চ ২০২৫, ০৪:৫৫ পিএম

শেয়ার করুন:

loading/img

গত ছয় বছরে আর্জেন্টিনার বিপক্ষে কোনো ম্যাচ জয়ের রেকর্ড নেই ব্রাজিলের। এমন পরিসংখ্যান নিয়েই আজ আলবিসেলেস্তেদের বিপক্ষে মাঠে নেমেছিল সেলেসাওরা। তবে এ গত ছয় বছরে না জিততে পারলেও আজকের ম্যাচের আগে আর্জেন্টিনাকে হারিয়ে দেওয়ার হুঙ্কার দিয়েছিলেন ব্রাজিলের অনেক ফুটবলারই।

ম্যাচের আগে রাফিনিয়া বলেছিলেন, আর্জেন্টিনাকে হারাতে মাঠে ও প্রয়োজনে মাঠের বাইরেও লড়বেন তারা। অন্যদিকে ব্রাজিলের কোচ দরিভাল জুনিয়রও আর্জেন্টিনাকে হারিয়ে সমালোচকদের জবাব দিতে চেয়েছিলেন।


বিজ্ঞাপন


তবে এসবের কিছুই হয়নি। উল্টো আর্জেন্টিনার কাছে এক হালি গোল খেয়ে লজ্জার হার হেরেছে ব্রাজিল। এদিকে হারের পাশাপাশি আলবিসেলেস্তে ফুটবলারদের কথার খোচাও সহ্য করতে হয়েছে ব্রাজিল ফুটবলারদের।

নিজেদের মাঠে ‘সুপার ক্লাসিকোতে’ ব্রাজিলকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে শীর্ষস্থান আরও দৃঢ় করেছে লিওনেল স্কালোনির দল। মাঠে নেমে ব্রাজিলকে নিয়ে রীতিমত ছেলেখেলা করল মেসিহীন আর্জেন্টিনা। আর পুরো ম্যাচেই রাফিনিয়াকে শুনতে হয়েছে দুয়োধ্বনি।

AP25085037748647

ম্যাচের আগে আর্জেন্টিনাকে হারানোর হুঙ্কার দিয়ে তারকা এই ফুটবলার বলেন, “সবশেষ যখন আমরা মারাকানায় খেলেছিলাম, তখন আমি ছিলাম, কিন্তু আমরা যেভাবে চেয়েছিলাম, সেভাবে সবকিছু হয়নি। এখন আমাদের জিততে হবে। চলো, তাদের হারাই, মাঠে ও প্রয়োজনে মাঠের বাইরেও।”


বিজ্ঞাপন


এদিকে রাফিনিয়ার এমন কথা যে আর্জেন্টাইন ফুটবলাররা ভালো ভাবে নেয়নি তা গেছে খেলা চলাকালীনই। ম্যাচের ৩৮ মিনিটে তালিয়াফিকোকে ফাউল করেন রাফিনিয়া। তখন ওতামেন্দি, পারদেস, রদ্রিগো ডি পলরা তেড়ে যান রাফিনিয়ার দিকে। এ সময়ই ওতামেন্দি রাফিনিয়াকে বলেন, ‘কথা কম বলো’।

এ ঘটনায় কথার লড়াই হয়েছে ব্রাজিলের ফরোয়ার্ড রদ্রিগো ও আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারদেসের মাঝেও। রদ্রিগো পারাদেসকে বলেন, ‘তুমি খুব খারাপ মানুষ।’ পারাদেসও খোঁচা দিতে ছাড়েননি। তিনি বলেন, ‘আমার একটি বিশ্বকাপ ও দুটো কোপা আমেরিকা আছে। তোমার কিছু নেই।’

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন