শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫, ঢাকা

ভারতের বিপক্ষে প্রথমার্ধে একের পর এক সুযোগ নষ্ট বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৫ মার্চ ২০২৫, ০৮:১৯ পিএম

শেয়ার করুন:

loading/img

এএফসি এশিয়ান কাপ ২০২৭-এর বাছাই ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। এ ম্যাচ দিয়ে লাল-সবুজের জার্সিতে অভিষেক হয়েছে হামজা চৌধুরির। শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে এ ম্যাচে শুরুতেই গোল করার মোক্ষম সুযোগ পেয়েছিল বাংলাদেশ। তবে কাজে লাগাতে না পারায় প্রথমার্ধ শেষে সমতা নিয়েই মাঠ ছাড়তে হয়েছে।

হামজা চৌধুরি থাকলেও আজ বাংলাদেশের প্রথম একাদশে নেই জামাল ভূঁইয়া। এদিকে জওহরলাল নেহরু স্টেডিয়ামে কিক অফের পরই গোল করার দারুণ এক সুযোগ পেয়েছিল বাংলাদেশ। ১ মিনিটের মাথায় ভুল করে ভারতের গোলকিপার ভিশাল কাইথ বল দিয়ে দিয়েছিলেন বাংলাদেশের মিডফিল্ডার জনির কাছে। তবে পোস্ট ফাঁকা পেয়েও লক্ষ্যভেদ করতে পারেননি জনি, ফলে লিড পেতে ব্যর্থ হয় বাংলাদেশ। 


বিজ্ঞাপন


এদিকে ম্যাচের ৯ মিনিটের মাথায় আরও এক সুযোগ পায় বাংলাদেশ। বক্সে দাঁড়ানো শাহরিয়ার ইমন মোরসালিনের পোস্ট থেকে বল পান। তবে লক্ষ্যভেদ করতে পারেননি তিনিও। এরপর হামজা নিয়েছিলেন কর্নার কিক। তার কিক ভারতের গোলকিপারের হাতে যায়।

এরপর ভারতের গোলকিপার ভিশাল কিক নিতে যাওয়ার সময় বল তপুর গায়ে লেগে চলে যায় হৃদয়ের কাছে। পোস্টের সামনে শুধু ভারতের ডিফেন্ডার শুভাশীষ ছিলেন, এমন সময় শট নিয়ে গোল করতে ব্যর্থ হন হৃদয়। এভাবেই সুযোগ হারিয়ে লিড নিতে ব্যর্থ হয় বাংলাদেশ।

এরপর প্রথমার্ধ শেষ হওয়ার আগে আগে, ম্যাচের ৪০ মিনিটে গোল করার আরও এক সুযোগ পায় বাংলাদেশ। গোল করতে জনির সামনে বাধা হিসেবে ভারতের গোলকিপার ভিশাল ছাড়া আর কেউ ছিলেন না। তবে জণি শট নিতে না পারায় আবারও এগিয়ে যেতে ব্যর্থ হয় বাংলাদেশ। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন