ঈদ পরবর্তী সময়ে কর্মস্থলে ফেরা যাত্রীদের থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে সিরাজগঞ্জের চারটি বাস কাউন্টারকে ৩৯ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (৪ এপ্রিল) বেলা ১১টার দিকে সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
বিজ্ঞাপন
সিরাজগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আফিফান নজমুর নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
তিনি সাংবাদিকদের জানান, অতিরিক্ত ভাড়া আদায়ের জন্য ঢাকা রুটে চলাচলকারী এসআই পরিবহন কাউন্টারকে ১২ হাজার, অভি এন্টারপ্রাইজকে পাঁচ হাজার, সেবা লাইনকে ১২ হাজার ও জেনিন বাস কাউন্টারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার রুহুল আমিন, বিআরটিএ’র পরিদর্শক হাফিজুল ইসলাম, যৌথবাহিনী ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রতিনিধি/ এমইউ