শনিবার, ৫ এপ্রিল, ২০২৫, ঢাকা

ভারতের বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৫ মার্চ ২০২৫, ০৬:৫৬ পিএম

শেয়ার করুন:

loading/img

বাংলাদেশ সবশেষ ২০০৩ সালে ঢাকায় সাফ চ্যাম্পিয়নশিপে জিতেছিল ভারতের বিপক্ষে। এরপর দুই দশকের বেশি সময় পার হলেও ভারতের বিপক্ষে লাল-সবুজের নেই বলার মতো সাফল্য। তবে এবার ভারতের বিপক্ষে শক্তিশালী স্কোয়াড নিয়ে নামছে বাংলাদেশ। 

এএফসি এশিয়ান কাপ ২০২৭-এর বাছাই ম্যাচে একটু পরেই স্বাগতিক ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় গড়াবে ম্যাচ।


বিজ্ঞাপন


ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে হামজার অভিষেক হওয়ায় এই ম্যাচের একাদশ ও ফরমেশন নিয়ে অনেক আলোচনা ছিল। একাদশে হামজা চৌধুরি থাকবেন কি না তা নিয়েও ছিল তুমুল আলোচনা। অবশেষে হামজাকে নিয়েই ঘোষণা করা হয়েছে প্রথম একাদশ। তবে হামজা থাকলেও থাকছেন না জামাল ভূঁইয়া। 

গোলরক্ষক হিসেবে ভারতের বিপক্ষে এ ম্যাচে থাকছেন মিতুল মারমাই। রক্ষণে তপু, তারিক কাজীর সঙ্গে থাকছেন শাকিল তপু ও সাদ উদ্দিন। হামজা খেলবেন মিডফিল্ডে আর ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে থাকবেন হৃদয়। ফরোয়ার্ডে থাকবেন রাকিব, মোরসালিন ও শাহরিয়ার ইমন। 

বাংলাদেশ একাদশ : মিতুল মারমা ( গোলরক্ষক) , তপু বর্মন, তারিক কাজী, শাকিল তপু, সাদ উদ্দিন, হৃদয়, হামজা চৌধুরী, রাকিব হোসেন, মজিবুর রহমান জনি, মোরসালিন, রাকিব ও শাহরিয়ার ইমন।

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন