আটালান্টা ইউনাইটেডের হয়ে সবশেষ মাঠে নামা আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি চোট পেয়ে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের আর্জেন্টিনা স্কোয়াড থেকে ছিটকে গেছেন। ব্রাজিল ও উরুগুয়ের বিপক্ষে মেসিকে ছাড়াই খেলবে কাতার বিশ্বকাপজয়ী দলটি। সোমবার করা মেসির চোটের এমআরআই রিপোর্ট প্রকাশ করেছে তার ক্লাব ইন্টার মিয়ামি।
মেসির করা এমআরআই প্রতিবেদন নিয়ে ইন্টার মিয়ামি বলছে, ‘আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে গতরাতের ম্যাচে মেসির অ্যাডাক্টর চোটে অস্বস্তির পরিমাণ কতটা ছিল তা নির্ধারণের জন্য সকালে এমআরআই করা হয়। পরীক্ষার ফলাফলে পেশীতে স্বল্প মাত্রার আঘাত পাওয়া গেছে। তার চিকিৎসার অগ্রগতি এবং প্রতিক্রিয়া প্রতিযোগিতায় তাকে পাওয়ার বিষয়টি ঠিক করবে।’
বিজ্ঞাপন
এদিকে দল থেকে অপ্রত্যাশিতভাবে ছিটকে যাওয়ার পর একটা বার্তাও ইনস্টাগ্রামে দিয়েছেন মেসি। সেখানে বলেছেন, ‘আমি দুঃখিত যে জাতীয় দলের হয়ে উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ মিস করতে যাচ্ছি। আমি আসলেই খেলতে চেয়েছিলাম কিন্তু একটা ছোট ইনজুরি মানে আমাকে কিছুটা বিশ্রাম নিতেই হবে। তাই আমি থাকতে পারছি না। আমি বাকি সব ভক্তদের মতোই সমর্থন করে যাব। এগিয়ে চলো আর্জেন্টিনা।’
মেসির উপর চাপ কমিয়ে আনতে বিগত কয়েকটি ম্যাচে খেলানো হয়নি। তারপরও ৩৭ বর্ষী মহাতারকা পেশিতে টান অনুভব করেছেন। মেসিকে গত ম্যাচে খেলানো নিয়ে ইন্টার মিয়ামির কোচ হাভিয়ের মাশ্চেরানো বলেছেন, ‘মেসির উপর যে চাপ আছে তা কমানোর জন্য চেষ্টা করেছিলাম, কিন্তু সেটা কাজ করেনি। সর্বোত্তম উপায়ে সেটা করার চেষ্টা করেছিলাম।’
‘সৌভাগ্যবশত, আমরা তার চোটে পড়া থেকে রক্ষা করতে সক্ষম হয়েছি এবং সেটা বড় বিপদে পরিণত হয়নি। সে ভালো বোধ করায় গত ম্যাচে কিছুটা সময় মাঠে নামানো হয়েছিল। এ নিয়ে লুকোচুরির কিছু নেই।’
মাশ্চেরানো আরও জানিয়েছেন, ইন্টার মিয়ামির ডাক্তাররা আর্জেন্টাইন জাতীয় দলের ডাক্তারদের সাথে নিয়মিত যোগাযোগ রাখছেন। পরিকল্পনা অনুযায়ী তারা মেসির অবস্থা পর্যবেক্ষণ করছেন।