রোববার, ২৩ মার্চ, ২০২৫, ঢাকা

বাংলাদেশের জার্সিতে অনেক বছর খেলার প্রত্যাশা হামজার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯ মার্চ ২০২৫, ০৮:২১ পিএম

শেয়ার করুন:

loading/img

বাংলাদেশের ফুটবলে এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে। আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে মাঠে নামবে লাল-সবুজের দল। এই ম্যাচ দিয়েই লাল-সবুজের জার্সি গায়ে প্রথম বারের মত মাঠে নামতে চলেছেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা কোনো ফুটবলার। তিনি আর কেউ নন, হামজা চৌধুরি। ইংল্যান্ড প্রবাসী এই ফুটবলার একসময় খেলেছেন লেস্টার সিটিতে। ভারতের বিপক্ষে ম্যাচ খেলার উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে সংবাদ সম্মেলনে এসেছিলেন হামজা। সেখানেই তিনি জানিয়েছেন, বাংলাদেশ দলকে লেস্টারে খেলার গল্প শোনাবেন তিনি।

সংবাদ সম্মেলনে আজ বাংলাদেশ প্রধান কোচ ও অধিনায়কের পর কথা বলেছেন হামজা। সেখানেই তিনি জানিয়েছেন বাংলাদেশের জার্সিতে লম্বা সময় ধরে খেলার আশার কথা।


বিজ্ঞাপন


এদিকে হামজাকে ঘিরে বাংলাদেশের সমর্থকদের মনে তুমুল আগ্রহ-উদ্দীপনা দেখা দিয়েছে। তাই ভারত ম্যাচের আগে কোনো চাপ অনুভব করছেন কি না এমন প্রশ্নের জবাবে হামজা বলেন, ‘আমি মনে করি, ফুটবলে যেকোন কিছু হতে পারে। কোচ ম্যাচ ঘিরে ভালোভাবে প্রস্তুত হচ্ছেন। আমি কোন চাপ অনুভব করছি না। এখানে এসে আমি অনেক ভালোবাসা পাচ্ছি। আমি ম্যাচটা খেলতে চাই এবং যতটা সম্ভব দলকে সহায়তা করতে চাই।’

লেস্টারে খেলার অভিজ্ঞতার কথা সতীর্থদের সঙ্গে ভাগাভাগি করবেন জানিয়ে হামজা বলেন, ‘বিষয়টা অনেকটা সে রকমই। অবশ্যই আমি আমার অভিজ্ঞতা এবং গল্প ভাগাভাগি করব। যেটা বলছিলাম, লেস্টারের গল্প অন্যরকম গল্প।’

ফুটবলে বাংলাদেশের সম্ভাবনার কথা জানিয়ে হামজা বলেন, ‘একটা জাতি হিসেবে আমরাও দারুণ, আমাদেরও সম্ভাবনা আছে, আমরাও কিছু অর্জন করতে পারি। এজন্য আমাদের কঠোর পরিশ্রম করতে হবে, প্রক্রিয়াগুলো অনুসরণ করতে হবে। তাড়াহুড়ার কিছু নেই। ইনশা-আল্লাহ বাংলাদেশের হয়ে অনেক বছর খেলব আমি।’

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর