২০০৮ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছিল ভারত। যুবাদের এ টুর্নামেন্ট জয়ের পথে ভারতকে নেতৃত্ব দিয়েছেন বিরাট কোহলি। এরপর ভারতের হয়ে আইসিসির আরও অনেক ট্রফি জিতেছেন কোহলি। এদিকে ২০০৮ সালে ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের পথে আরও একজন বিড় ভূমিকা রেখেছিলেন, তিনি তন্ময় শ্রীবাস্তব।
এক সময় কোহলির সঙ্গে একই দলে খেলা এই ক্রিকেটার এবার মাঠে নামবেন ভিন্ন ভূমিকায়। তিনি এবার পালন করবেন আম্পায়ারের দায়িত্ব। আম্পায়ার হিসেবে তন্ময়কে দেখা যাবে আইপিএলে।
বিজ্ঞাপন
২০০৮ সালের যুব বিশ্বকাপে শুধু ভারতের হয়েই নয়, বরং টুর্নামেন্টের সব ক্রিকেটারের মধ্যে সব থেকে বেশি রান সংগ্রহ করেন তন্ময় শ্রীবাস্তব। ৬ ম্যাচ ব্যাট করে তিনি ৫২.৪০ গড়ে সংগ্রহ করেন ২৬২ রান। হাফ-সেঞ্চুরি করেন ২টি। সেবারের আসরে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসটিও তিনিই খেলেছিলেন, করেছিলেন ৮৩ রান।
এদিকে যুব বিশ্বকাপ জয়ের পর কোহলি জাতীয় দলের হয়ে নিজের ক্যারিয়ার আগে বাড়িয়েছেন, পৌঁছে গেছেন কিংবদন্তির উচ্চতায়। তপবে ভারতকে যুব বিশ্বকাপ জেতানো সেই তন্ময় ক্যারিয়ার আগে বাড়াতে পারেননি। ২০০৮ ও ২০০৯, দু'বছরে মোটে ৭টি আইপিএল ম্যাচ খেলেন তিনি। ডেকান চার্জার্স ও কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে খেললেও নিজেকে মেলে ধরতে পারেননি।
ক্রিকেটার হিসেবে ক্যারিয়ার তেমন উজ্জ্বল না হওয়ায় ২০২০ সালে অবসর নিয়েছেন তন্ময়। এরপর শুরু আম্পায়ার হিসেবে তার পথচলা। সেই সূত্র ধরেই এবার মাঠে নামবেন আইপিএলে। ক্রিকেটার ও আম্পায়ার, দুই ভূমিকায় আইপিএলের অংশ হওয়া প্রথম ব্যক্তি হতে যাচ্ছেন তিনি। আম্পায়ার হিসেবে কোহলিদেরই ম্যাচে দেখা যেতে পারে তাকেও।