রাজস্থান রয়্যালসের নিয়মিত অধিনায়ক সঞ্জু স্যামসনের চোটে নাটকীয় পরিকল্পনার পথ বেছে নিয়েছে দলটি। মৌসুমের প্রথম তিন ম্যাচে স্রেফ ব্যাটসম্যান হিসেবে খেলানো হবে তাকে। কিপিং বা ফিল্ডিং করবেন না তিনি। নিয়মিত অধিনায়কের বোলিং ইনিংসে মাঠে থাকবেন না বলে এই তিন ম্যাচে দলকে নেতৃত্ব দেবেন রিয়ান পারাগ।
রাজস্থান জানিয়েছেন, এই তিনটি ম্যাচে সঞ্জু শুধু ব্যাটার হিসাবে খেলবেন। উইকেটরক্ষক করবেন না। ধারনা করা হচ্ছে, তাঁকে ব্যাটিংয়ের সময় ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হিসাবে ব্যবহার করা হতে পারে। সে কারণেই অধিনায়ক রাখা হচ্ছে না তাঁকে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার সঞ্জু বলেছেন, “আমি পরের তিনটে ম্যাচে পুরোপুরি ফিট থাকতে পারব। আমাদের দলে অনেক নেতা রয়েছে। গত কয়েক বছরে অনেকে দলের খেয়াল রেখেছে। তাই প্রথম তিনটে ম্যাচে রিয়ান দলকে নেতৃত্ব দেবে। ওর মধ্যে সেই ক্ষমতা রয়েছে। আশা করি দলের বাকিরা ওর পাশে সব সময় থাকবে।”
রাজস্থান এক বিবৃতিতে জানিয়েছে, “সঞ্জু স্যামসন রাজস্থান দলের অবিচ্ছেদ্য অংশ। উইকেটকিপিং এবং ফিল্ডিংয়ের অনুমতি না মেলা পর্যন্ত ও শুধু ব্যাটার হিসাবেই আমাদের সাহায্য করতে তৈরি। পুরোপুরি ফিট হয়ে গেলেই নেতৃত্বে ফিরবে সঞ্জু।”
আঙুলের চোট সারিয়ে কিছু দিন আগেই রাজস্থান শিবিরে যোগ দেন সঞ্জু। ফেব্রুয়ারিতে ভারত-ইংল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ়ে চোট পেয়েছিলেন। বাকি সিরিজ়ে খেলতে পারেননি। পরে আঙুলে অস্ত্রোপচার হয়। অসমের ঘরোয়া ক্রিকেটে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে রিয়ানের। গত কয়েক বছর ধরেই রাজস্থান দলের সদস্য তিনি। ফলে বিশেষজ্ঞদের ধারণা, মানিয়ে নিতে অসুবিধা হবে না রিয়ানের।