রোববার, ২৩ মার্চ, ২০২৫, ঢাকা

ব্রাজিল ম্যাচের আগে আরও এক দুঃসংবাদ আর্জেন্টিনার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯ মার্চ ২০২৫, ০৯:২৮ পিএম

শেয়ার করুন:

ব্রাজিল ম্যাচের আগে আরও এক দুঃসংবাদ আর্জেন্টিনার

ফুটবলের মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের মুখোমুখি হতে চলেছে আর্জেন্টিনা। ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ ঘিরে দুই দলেরই সমর্থকদের মনে বিরাজ করছে তুমুল আগ্রহ-উদ্দীপনা। এদিকে উত্তেজনায় কিছুটা ভাটা পড়েছে লিওনেল মেসি ও নেইমার জুনিয়র থাকবেন না বলে। চোটের কারণে এ দুই জন খেলতে পারবেন না নিজ নিজ দলের হয়ে। এদিকে মেসির পর এবার দলের আরও এক গুরুত্বপূর্ণ ফুটবলারকে হারাতে চলেছেন আলবিসেলেস্তেদের কোচ লিওনেল স্কালোনি।

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে আগামী ২৬ মার্চ ব্রাজিলের বিপক্ষে খেলতে নামবে আর্জেন্টিনা। এর আগে অবশ্য উরুগুয়ের বিপক্ষেও খেলবে আলবিসেলেস্তেরা। বাংলাদেশ সময় আগামী শনিবার ভোরে উরুগুয়ের মাঠে খেলবে স্কালোনির দল। এ ম্যাচের আগে সামনে এসেছে লাউতারো মার্তিনেজের চোটে পড়ার খবর।


বিজ্ঞাপন


মেসি না থাকায় আর্জেন্টিনার হয়ে বড় ভূমিকায় পালন করতে হতো মার্তিনেজকে। তবে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে তিনি খেলতে পারবেন না বলেই জানিয়েছে আর্জেন্টাইন সংবাদমাধ্যম। আগে থেকেই পেশির সমস্যায় ভুগছিলেন তিনি। এ কারণে ইন্টার মিলানের হয়ে চ্যাম্পিয়ন্স লিগে ফেইনুর্ডের বিপক্ষে খেলেননি তিনি। পরে অবশ্য লিগে আতালান্তার বিপক্ষে মাঠে নেমেছিলেন।

তবে আতালান্তার বিপক্ষে খেললেও মার্তিনেজ পুরোপুরি সুস্থ নন। টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদনে বলা হয়েছে, মার্তিনেজ একাকি অনুশীলন করেছেন। এদিকে মার্তিনেজের বিষয়ে এখনও আনুষ্ঠানিক ভাবে কিছু জানায়নি আর্জেন্টিনা।

বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনা অবস্থান করছে পয়েন্ট টেবিলের শীর্ষে। ১২ ম‍্যাচে ২৫ পয়েন্ট আলবিসেলেস্তেদের।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর