বাংলাদেশ জাতীয় ফুটবল দলের এবারের ভারত যাত্রা একটু অন্যরকম। অন্যান্যবার মানুষের আগ্রহ তেমন না থাকলেও ইংলিশ বংশোদ্ভূত হামজা চৌধুরীর কারণে সবার আগ্রহ বেড়েছে। বলা যেতে পারে উদ্ধারকারী জাহাজ হামজাতে চড়ে ভারত বধের উদ্দেশ্যে রওনা হয়েছে বাংলাদেশ দল।
বাংলাদেশ সময় সকাল ৯ টায় ফ্লাইটে ভারতের উদ্দেশ্যে রওনা হয়েছে জামাল-তপু-তারিক কাজীরা। প্রথমে তারা যাবে কলকাতায়, সেখান থেকে ম্যাচের ভেন্যু শিলংয়ে যাবে তারা। অন্যান্যবারের তুলনায় বিমানবন্দরে সমর্থকদের ভিড় চোখে পড়ার মত ছিল।
বিজ্ঞাপন
জাতীয় দলের আনুষ্ঠানিক ফটোসেশনে ছিলেন ২৭ জন খেলোয়াড়। তবে ভারতে যাওয়ার আগে বাদ পড়েছেন ৩ জন। আন্তর্জাতিক নিয়ম অনুসারে বাদ পড়েছেন এ তিন খেলোয়াড়। তারা হলেন পিয়াস আহমেদ নোভা, তাজ উদ্দিন এবং আরিফ।
ভারতে যাওয়ার আগে সংবাদ সম্মেলনে বাংলাদেশের অধিনায়ক জামাল ভূঁইয়া অবশ্য আশার বাণী শুনিয়ে গেছেন। ভারতকে হারানোর মনোভাব দেখা গেছে জামালের মধ্যে। ভারতের অধিনায়ক সুনীল ছেত্রীর ফেরা নিয়েও জামাল বলেছিলেন, সে ভালো খেলোয়াড় তবে আমাদের প্রিমিয়ার লিগ খেলা ফুটবলার আছে।
জাতীয় দলের নির্ভরযোগ্য মুখ তপু জানান, গতকাল সে (হামজা চৌধুরী) অফিসিয়ালি আমাদের সঙ্গে ট্রেনিংয়ে অংশগ্রহণ করে। অবশ্য এটা আমাদের জন্য একটা ভালো ব্যাপার। সে ফিট আছে। আমরাও ফিট আছি। আমার কাছে মনে হয় এটা একটা পজিটিভ ব্যাপার।
রক্ষণভাগের এই তারকা ভারতের বিপক্ষে জয়ের আত্মবিশ্বাসের কথাও জানান, আমাদের প্রিপারেশন, মানসিক সক্ষমতা, চিন্তাধারা এবারে পুরোপুরি আলাদা। এটাই আমার কাছে মনে হয় বড় ব্যাপার। আমাদের চিন্তাধারা উইনিং মেন্টালিটি।
বিজ্ঞাপন
২৫ মার্চ ভারতের বিপক্ষে নামবে বাংলাদেশ। তার আগে তিন দিন অনুশীলন করার সময় পাচ্ছে লাল-সবুজের প্রতিনিধিরা। খেলা হবে শিলংয়ে।