রোববার, ২৪ নভেম্বর, ২০২৪, ঢাকা

যে দোয়া পড়লে আল্লাহ সবসময় রহমত করেন

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ০১ জুলাই ২০২৪, ০৫:৪৮ পিএম

শেয়ার করুন:

যে দোয়া পড়তে থাকলে আল্লাহ রহমত করতে থাকেন

আল্লাহ তাআলার দয়া অফুরন্ত। তাঁর অনুগ্রহে হস্তক্ষেপ করার ক্ষমতা কারো নেই। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘মানুষের প্রতি আল্লাহ কোনো করুণা করলে কেউ তা নিবারণকারী (ফেরাবার) নেই। আর তিনি যা নিবারণ করেন তা তিনি ছাড়া অন্যকেউ তার প্রেরণকারী নেই। আর তিনি মহা পরাক্রমশালী, প্রজ্ঞাময়।' (সুরা ফাতির: ২)

আল্লাহ তাআলার রহমতের দরজা বান্দার জন্য সবসময় খোলা—তা উল্লেখিত আয়াতে সুস্পষ্টভাবে ফুটে উঠেছে। মুসলমানের উচিত, আল্লাহর কাছে সবসময় রহমত কামনা করা। যেখানে এমনিতেই তিনি রহমত করেন, সেখানে প্রার্থনা করলে ফিরিয়ে দেওয়ার প্রশ্নই আসে না। ইরশাদ হয়েছে, ‘তোমরা আমার কাছে দোয়া করো; আমি তোমাদের দোয়া কবুল করব।’ (সুরা মুমিন: ৬০)


বিজ্ঞাপন


তাই প্রিয়নবী (স.) উম্মতকে আল্লাহর রহমত কামনার দোয়া শিক্ষা দিয়েছেন। যে দোয়া প্রত্যেক নামাজের পর তিনি নিজে পড়তেন।

দোয়াটি হলো— اَللَّهُمَّ لَا مَانِعَ لِمَا أَعْطَيْتَ وَ لَا مُعْطِيَ لِمَا مَنَعْتَ وَلَا يَنْفَعُ ذَا الْجَدِّ مِنكَ الْجَدِّ উচ্চারণ: ‘আল্লাহুম্মা লা মানিআ লিমা আত্বাইতা, ওয়া লা মুত্বিয়া লিমা মানাতা, ওয়া লা ইয়াংফায়ু জাল ঝাদ্দি মিনকাল ঝাদ্দি।’ অর্থ: ‘হে আল্লাহ! আপনি যা দানের ইচ্ছা করেন, তা কেউ প্রতিরোধ করতে পারে না এবং আপনি যাতে বাধা দেন, তাও কেউ প্রদান করতে পারে না এবং কোনো সম্পদশালীর সম্পদ আপনার কাছে তাকে রক্ষা করতে পারে না।’ (সহিহ বুখারি: ৮৪৪; সহিহ মুসলিম: ১২১৬)

আরও পড়ুন
ভাগ্য বদলে দেওয়ার মতো কিছু দোয়া
১০টি গুরুত্বপূর্ণ দোয়া

দোয়াটি এই কালেমার সঙ্গে মিলিয়ে পড়ুন—لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ، وَلَهُ الْحَمْدُ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ উচ্চারণ: ‘লা ইলাহা ইল্লাল্লা-হু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু অলাহুলহামদু ওয়াহুয়া আলা কুল্লি শাইয়িন ক্বাদীর’। হাদিসেও এই কালেমার সঙ্গে মিলিয়ে দোয়াটি পড়তে উৎসাহিত করা হয়েছে।


বিজ্ঞাপন


সুতরাং সম্পূর্ণ দোয়াটি এভাবে পড়ুন- لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ، وَلَهُ الْحَمْدُ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ، اَللَّهُمَّ لاَ مَانِعَ لِمَا أَعْطَيْتَ، وَلاَ مُعْطِيَ لِمَا مَنَعْتَ، وَلاَ يَنْفَعُ ذَا الْجَدِّ مِنْكَ الْجَدُّ উচ্চারণ: ‘লা ইলাহা ইল্লাল্লা-হু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু অলাহুলহামদু ওয়াহুয়া আলা কুল্লি শাইয়িন ক্বাদীর, আল্লাহুম্মা লা মানিআ লিমা আত্বাইতা, ওয়া লা মুত্বিয়া লিমা মানাতা, ওয়া লা ইয়াংফায়ু জাল ঝাদ্দি মিনকাল ঝাদ্দি।’ অর্থ: এক আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, সার্বভৌমত্ব একমাত্র তাঁরই, সমস্ত প্রশংসা একমাত্র তাঁরই জন্য, তিনি সবকিছুর উপরই ক্ষমতাশীল। হে আল্লাহ! আপনি যা দানের ইচ্ছা করেন, তা কেউ প্রতিরোধ করতে পারে না এবং আপনি যাতে বাধা দেন, তাও কেউ প্রদান করতে পারে না এবং কোনো সম্পদশালীর সম্পদ আপনার কাছে তাকে রক্ষা করতে পারে না।’

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে প্রত্যেক নামাজের পর উল্লেখিত দোয়াটি নিয়মিত পড়ার মাধ্যমে তাঁর অনুগ্রহে সিক্ত হওয়ার তাওফিক দান করুন। আমিন।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর