শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ছেলে হত্যার বিচার পাইনি, এখনো বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিং হয়: আবরারের বাবা

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১৯ জুলাই ২০২৫, ০৫:১৩ পিএম

শেয়ার করুন:

Abrar
জামায়াতের সমাবেশে বক্তব্য দিচ্ছেন আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহ। ছবি- ঢাকা মেইল

ছাত্রলীগ কর্তৃক বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার ছয় বছর পেরিয়ে গেলেও এখনো পূর্ণ বিচার হয়নি বলে অভিযোগ করেছেন তার বাবা বরকত উল্লাহ। তার আরও অভিযোগ, ‘এখনো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের হলে র‌্যাগিং হয়।’

শনিবার (১৯ জুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত জাতীয় সমাবেশে বক্তব্যকালে এসব অভিযোগ করেন বরকত উল্লাহ।


বিজ্ঞাপন


তিনি বলেন, ‘২০১৯ সালের ৬ অক্টোবর রাতে আমার ছেলে আবরার ফাহাদকে বুয়েটের শেরেবাংলা হলে রাতভর নির্যাতন করে হত্যা করা হয়। তার একমাত্র অপরাধ ছিল– সে দেশের পক্ষে কথা বলেছিল। ভারতীয় আধিপত্য, আগ্রাসন এবং তৎকালীন সরকারের সঙ্গে ভারতের কিছু অবৈধ চুক্তির বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল।’

বরকত উল্লাহ বলেন, ‘আবরার লিখেছিল– ভারত গোপন চুক্তিতে ফেনী নদীর পানি নিচ্ছে, আমরা ইলিশ পাচ্ছি না, অথচ আমাদের ইলিশ কম দামে ভারতে পাঠানো হচ্ছে। এ কথা বলার অপরাধেই তাকে হত্যা করা হয়েছে। শেখ হাসিনার সরকার সেসময় একতরফা নীতিতে বৈষম্য তৈরি করেছিল।’

তিনি বলেন, ‘আজ ছয় বছর পেরিয়ে গেছে, আমি এখনো ছেলের হত্যার বিচার পাইনি। আমি ন্যায়বিচার চাই– এটাই একজন বাবার আহ্বান।’

আবরারের বাবা বলেন, ‘এখনো দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের হলে র‍্যাগিং হয়। এখন তো ড. ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্র্বতী সরকার এসেছে, তাহলে কেন এসব বন্ধ হবে না?’


বিজ্ঞাপন


বরকত উল্লাহ অভিযোগ করেন, ‘জুলাই-আগস্টে যেসব তরুণ শহীদ হয়েছে, অন্তর্র্বতী সরকার তাদের তালিকা করেছে, এটা ভালো। কিন্তু ছাত্রলীগের হাতে র‍্যাগিংয়ের শিকার হয়ে যারা মারা গেছে, তাদের কোনো তালিকা নেই।’

তিনি অনুরোধ জানান, ‘এ ধরনের মৃত্যুরও একটি রাষ্ট্রীয় তালিকা তৈরি হোক। আমি বারবার বিচার চাইছি, এখনো সেই প্রক্রিয়া অসম্পূর্ণ। আমি দেশের বিবেকবান মানুষদের কাছে অনুরোধ জানাই, আবরারের জন্য ন্যায়বিচার নিশ্চিত করুন।’

টিআই/এআইএম/এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর