শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ফ্যাসিবাদ আজও চোখ রাঙাচ্ছে: নিজামীর ছেলে নাজিউর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ জুলাই ২০২৫, ০৫:০৮ পিএম

শেয়ার করুন:

ফ্যাসিবাদ আজও চোখ রাঙাচ্ছে: নিজামীর ছেলে নাজিউর
মতিউর রহমান নিজামীর ছেলে নাজিউর রহমান মোমেন।

জামায়াতে ইসলামীর সাবেক আমির মতিউর রহমান নিজামীর ছেলে নাজিউর রহমান মোমেন বলেন, এক বছর পেরিয়ে গেলেও জুলাইয়ের সেই গণহত্যার বিচার হয়নি। উল্টো আজও ফ্যাসিবাদ আমাদের চোখ রাঙাচ্ছে। সেই একই শক্তি আবারও জুলাই বিপ্লবের বীর সন্তানদের ওপর নিপীড়নের হাত তুলেছে।

শনিবার (১৯ জুলাই) রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত জাতীয় সমাবেশে তিনি এ কথা বলেন।


বিজ্ঞাপন


নাজিউর রহমান মোমেন বলেন, যে ফ্যাসিবাদীরা দেশের আলেম-ওলামাদের রক্তে হাত রঞ্জিত করেছিল। তাদের আজ ইতিহাসের দায়ে পালিয়ে যেতে হয়েছে। জাতি আজ চরম সংকটে। এমন সময় প্রয়োজন সঠিক নেতৃত্ব ও সম্মিলিত কণ্ঠস্বর। আমরা আজ অপেক্ষা করছি জামায়াতে ইসলামী আমিরের দিকনির্দেশনামূলক ভাষণের। যে ভাষণ হবে ফ্যাসিবাদমুক্ত, ন্যায়ভিত্তিক একটি বাংলাদেশ গড়ার রূপরেখা।

জাতীয় সমাবেশে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত হাজারো নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। অনেকেই জুলাইয়ের শহীদদের স্মরণ করে ব্যানার ও প্ল্যাকার্ড বহন করেন।

এমআই/এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর