শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সময় এসেছে ঐক্যবদ্ধ হওয়ার: আবু জাফর কাশেমী

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৯ জুলাই ২০২৫, ০৪:৫৯ পিএম

শেয়ার করুন:

সময় এসেছে ঐক্যবদ্ধ হওয়ার: আবু জাফর কাশেমী

ইসলামী হুকুমত কায়েমে ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে বলে মন্তব্য করেছেন খেলাফত আন্দোলনের আমির আবু জাফর কাশেমী। তিনি বলেন, সবাই ঐক্যবদ্ধ হ‌য়ে গণমানু‌ষের জানমা‌লের নিরাপত্তা দি‌তে ইসলামী হুকুমত কা‌য়েম ক‌রার প্রচেষ্টা করতে হবে।

শ‌নিবার (১৯ জুলাই) রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত সমাবেশে দেওয়া বক্ত‌ব্যে তিনি এসব কথা বলেন।


বিজ্ঞাপন


আবু জাফর কাশেমী বলেন, আমরা বাংলাদেশে অনেকের শাসন দে‌খে‌ছি, শোষণ দে‌খে‌ছি, সোনার বাংলার শাসন দে‌খে‌ছি, সবুজ বাংলার শাসন দে‌খে‌ছি, জয় বাংলার শাসন দে‌খে‌ছি। কিন্তু কো‌নো শাসন এ দে‌শের মানু‌ষের জানমা‌লের নিরাপত্তা দি‌তে পা‌রে‌নি।

তিনি আরও বলেন, আমি আজ‌ সব রাজ‌নৈ‌তিক দ‌লের প্রতি আহ্বান জানাব, আমরা পেছ‌নের সব মত‌ভেদ ভু‌লে এ দে‌শের মানু‌ষের জানমা‌লের নিরাপত্তার জন্য ম‌দিনা সনদ অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা কা‌য়েম করার জন্য মা‌ঠে ঝাঁপিয়ে পড়ব।

টিএই/এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর