শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

শাহবাগের যান চলাচল নিয়ন্ত্রণ করছে জামায়াতের স্বেচ্ছাসেবকরা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ জুলাই ২০২৫, ১২:৩৯ পিএম

শেয়ার করুন:

শাহবাগের যান চলাচল নিয়ন্ত্রণ করছে জামায়াতের স্বেচ্ছাসেবকরা

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ দুপুর ২টায়। এ উপলক্ষে সকাল থেকেই এসব এলাকায় ব্যক্তিগত গাড়ি ছাড়া বাস চলাচল বন্ধ রয়েছে। তবে রিকশাসহ অন্যান্য গাড়ির চাপ থাকায় যান চলাচল নিয়ন্ত্রণের কাজ করছে জামায়াতের স্বেচ্ছাসেবকরা। 

শনিবার (১৯ জুলাই) সকালে শাহবাগ মোড়, বাংলামোটর, সায়েন্সল্যাব সড়কে যান চলাচল নিয়ন্ত্রণের কাজ করতে দেখা যায় তাদের। 


বিজ্ঞাপন


শাহবাগ মোড়ের একজন স্বেচ্ছাসেবক জানান, যান চলাচল নিয়ন্ত্রণের কাজে তারা প্রায় ৫০ জন রয়েছে। আমরা চাচ্ছি, যতক্ষণ শাহবাগ না পরিপূর্ণ না হয় ততক্ষণ ব্যক্তিগত গাড়ি চলবে। অগ্রাধিকারের ভিত্তিতে আমরা অ্যাম্বুলেন্স ও অসুস্থ রোগীদের দ্রুত যাতায়াত নিশ্চিত করছি।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে সাত দফা দাবিতে আজ জাতীয় সমাবেশ করবে জামায়াত। দুপুর ২টায় এ সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও এরই মধ্যে কার্যক্রম শুরু হয়েছে। সমাবেশে দলটির জাতীয় নেতারা বক্তব্য রাখবেন। এতে সভাপতিত্ব করবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

এএসএল/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর