শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

কানায় কানায় পূর্ণ উদ্যান, সড়কেই নামাজের প্রস্তুতি জামায়াতের কর্মীদের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ জুলাই ২০২৫, ০২:০৭ পিএম

শেয়ার করুন:

কানায় কানায় পূর্ণ উদ্যান, সড়কেই নামাজের প্রস্তুতি জামায়াতের কর্মীদের

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান আজ জনসমুদ্রে পরিণত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশকে ঘিরে সকাল থেকেই মানুষের ঢল নামে। জমায়েত উদ্যান ছাড়িয়ে আশেপাশে পার্ক ও সড়কেও ছড়িয়ে পড়েছে। অতিরিক্ত ভিড় সামলাতে না পেরে অনেক নেতা-কর্মী আশপাশের সড়কেই অবস্থান নিচ্ছেন। সেই সড়কেই এখন চলছে ওজু ও নামাজের প্রস্তুতি।

শনিবার (১৯ জুলাই) দুপুর ১ টা ১০ মিনিটে সমাবেশস্থলে যোহরের আজান দেন হাফেজ জুনায়েদ আল হাসান। এর আগে থেকেই নামাজের প্রস্তুতি নেন জামায়াতের নেতা-কর্মীরা।


বিজ্ঞাপন


শুধু রাজনৈতিক সমাবেশ নয়, এই আয়োজন হয়ে উঠেছে আধ্যাত্মিকতা ও নৈতিকতার এক অভিন্ন মিলনমেলা।

ভোর থেকেই ঢাকার বাইরে থেকে দলে দলে লোকজন আসতে থাকেন। সকাল গড়িয়ে দুপুরে পৌঁছাতেই দৃশ্যপট পাল্টে যায়।  উদ্যানের ভেতর জায়গা না পেয়ে সড়কেই বসে পড়েছেন হাজার হাজার নেতা-কর্মী।

নামাজের সময় ঘনিয়ে এলে রাস্তার ওপরই প্রস্তুতি। কিছুক্ষণের মধ্যেই শুরু হবে নামাজ। তরুণ কর্মীরা স্বেচ্ছাসেবকের ভূমিকায় নিয়োজিত।

রাজশাহী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, খুলনাসহ দেশের প্রায় সব অঞ্চল থেকেই দলীয় নেতা-কর্মীরা অংশ নিচ্ছেন সমাবেশে। পলাশী, শাহবাগ, টিএসসি ও দোয়েল চত্বর হয়ে রাস্তার দু’পাশজুড়ে দেখা যাচ্ছে ছোট ছোট জামাত করে দাঁড়ানো মুসল্লিদের দৃশ্য।


বিজ্ঞাপন


এমআই/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর