বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

একজন আরেকজনের প্রতিপক্ষ হলে ক্ষতি হবে পঞ্চগড়ের: বিএনপির ইফতারে সারজিস

জেলা প্রতিনিধি, পঞ্চগড়
প্রকাশিত: ৩০ মার্চ ২০২৫, ০৩:৫০ পিএম

শেয়ার করুন:

loading/img

জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আমরা প্রতিযোগী না হয়ে যদি প্রতিপক্ষ হই, তাহলে ক্ষতি যেমন আমাদের আন্তঃদলীয় হবে, তেমনি ক্ষতি হবে পঞ্চগড় জেলারও। তাই সেই জায়গা থেকে সবাইকে ঐক্যবদ্ধভাবে মানুষের জন্য কাজ করতে হবে।

শনিবার (২৯ মার্চ) বিকেলে পঞ্চগড় পৌর বিএনপির আয়োজনে সরকারি অডিটোরিয়ামের মুক্তমঞ্চে ইফতার মাহফিলে এ কথা বলেন তিনি।


বিজ্ঞাপন


আরও পড়ুন

নিরপেক্ষতা না থাকলে উপদেষ্টাদের বের করে দেওয়া দরকার: ফখরুল

একইসঙ্গে তিনি বলেছেন, আমাদের মধ্যে যেমন রাজনৈতিক দলের ভিন্নতা রয়েছে, সে অনুযায়ী মতপার্থক্য থাকবে কথা এবং কার্যক্রমে।

IMG-20250329-WA0081

এসময় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস বলেন, আমরা এই তরুণ প্রজন্ম বিশ্বাস করি। যদি আমরা আমাদের জেলা পঞ্চগড়কে এগিয়ে নিয়ে যেতে চাই। তাহলে আজকে যেমন সৌহার্দ্যপূর্ণ পারস্পরিক শ্রদ্ধাবোধ পূর্ণ একটি সম্পর্কের ভিত্তিতে এখানে উপস্থিত হয়েছি। তাই এটা এই জায়গা থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় বিরাজমান থাকতে হবে। যদি থাকে, দিন শেষে এটা পঞ্চগড়ের জন্য ভালো। আর সেটা আমাদের সবার জন্য ভালো। একইসঙ্গে আমাদের সবাইকে প্রত্যেকটি কাজের আগে খুনি শেখ হাসিনার বিগত ১৬ বছরের কার্যক্রম ও গণঅভ্যুত্থান মনের ভেতর রাখতে হবে। সেই ইতিহাস সঠিক পথের দিকে নিয়ে যাবে বলেও জানান তিনি।


বিজ্ঞাপন


IMG-20250329-WA0080

পঞ্চগড় পৌর বিএনপির আহ্বায়ক ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলামের সভাপতিত্বে ও পঞ্চগড় পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল্লাহ আল মামুন রনিকের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক ইকবাল হোসাইনসহ দলের অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন