যশোরে আওয়ামী লীগ আয়োজিত জনসভা মঞ্চে উপস্থিত হয়েছেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বেলা আড়াইটার পর শামস্ উল হুদা স্টেডিয়ামে নির্মিত নৌকার মঞ্চে উপস্থিত হন তিনি। সেখানে প্রধান অতিথির বক্তব্য দেবেন আওয়ামী লীগ সভাপতি।
বিজ্ঞাপন
প্রধানমন্ত্রী সভাস্থলে পৌঁছার সঙ্গে সঙ্গে স্টেডিয়াম ভরা লাখো মানুষ ‘জয় বাংলা’ স্লোগানে তাকে স্বাগত জানান।
সভাস্থলে আসার আগে তিনি বিমানবাহিনীর অনুষ্ঠানে ছিলেন। দুপুর ১২টায় যশোর শামস্ উল হুদা স্টেডিয়ামে সভা শুরু হয়। এতে সভাপতিত্ব করেন যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন।
অনুষ্ঠানে বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব আলম হানিফ, আফম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজ্জামেল হক, এসএম কামাল হোসেনসহ কেন্দ্রীয় ও বিভিন্ন জেলার নেতৃবৃন্দ।
বিজ্ঞাপন
অনুষ্ঠান পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার এমপি।
১৯৭২ সালের ২৬ ডিসেম্বর যশোর শামস্-উল-হুদা স্টেডিয়ামে জনসভায় ভাষণ দিয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ৫০ বছর পর আজ (২৪নভেম্বর) সেই স্টেডিয়ামে জনসভা করছেন তার কন্যা, আওয়ামী লীগের সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
কারই/এমআর