রিজার্ভ সংকট নেই, শক্তিশালী অবস্থায় আছে দেশ: প্রধানমন্ত্রী

দেশের রিজার্ভে কোনো ধরনের সমস্যা নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সঙ্গে তিনি বলেছেন, অনেক দেশ হিমশিম খেলেও বাংলাদেশ এখনো শক্তিশালী অবস্থানে আছে।
বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বিকেলে যশোরের শামস-উল হুদা স্টেডিয়ামে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
রিজার্ভ ও ব্যাংকের টাকা নিয়ে যারা উদ্বেগ প্রকাশ করছে তাদের প্রতি ইঙ্গিত করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি দেখি, কেউ কেউ রিজার্ভ নিয়ে কথা বলে। রিজার্ভের কোনো সমস্যা নাই। অনেকে বলে ব্যাংকে টাকা নাই, কেউ কেউ ব্যাংক থেকে টাকা তোলে। ব্যাংকের টাকা তুলে ঘরে রাখলে তো চোরে নিয়ে যাবে। চোরের জন্য সুযোগ করে দেওয়া। ব্যাংকে টাকা নেই এ কথাটা মিথ্যা। গতকালও আমি বাংলাদেশ ব্যাংকের গভর্নরসহ মিটিং করেছি। আমাদের এ বিষয়ে কোনো সমস্যা নাই, প্রত্যেকটা ব্যাংকে যথেষ্ট টাকা আছে।’
>> আরও পড়ুন: রক্ত আর হত্যা ছাড়া দেশকে কিছুই দেয়নি বিএনপি
সরকারপ্রধান বলেন, ‘রিজার্ভ নিয়ে বিভিন্ন ধরনের সমালোচনা শুনছি। অনেকে প্রশ্ন করেন, রিজার্ভ গেল কোথায়? আমরা তো রিজার্ভ অপচয় করিনি। মানুষের কল্যাণে কাজে লাগিয়েছি। জ্বালানি তেল কিনতে হয়েছে, খাদ্যশস্য কিনেছি। বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করেছি। করোনার টিকা ও চিকিৎসাসেবা নিশ্চিত করেছি। এসব কাজে রিজার্ভ থেকে খরচ করতে হয়েছে আমাদের। কারণ, আমরা সবসময় মানুষের কথা চিন্তা করে উন্নয়ন কর্মকাণ্ড চালাচ্ছি।’
বিশ্বের অন্যান্য দেশ হিমশিম খেলেও অর্থনৈতিকভাবে বাংলাদেশ শক্তিশালী আছে এমনটা দাবি করে শেখ হাসিনা বলেন, ‘আমাদের রেমিট্যান্স আসছে, বিদেশ থেকে বিনিয়োগ আসছে। আমদানি-রফতানি আয় বৃদ্ধি পেয়েছে। কর সংগ্রহ বৃদ্ধি পেয়েছে। বিশ্বের অন্য দেশ যেখানে হিমশিম খাচ্ছে, নিজেরা অর্থনৈতিক মন্দায় ভুগছে, বাংলাদেশ এখনো যথেষ্ট শক্তিশালী আছে।’
আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘আপনারা ভোট দিয়েছেন। আপনাদের ভোটে নির্বাচিত হয়ে বারবার ক্ষমতায় এসেছি। আপনারা ভোট দিয়েছেন বলেই বাংলাদেশের উন্নয়ন হয়েছে।’
আওয়ামী লীগের আমলে দেশের উন্নয়নের চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, মানুষের পেটে খাবার ছিল না। মাথা গোঁজার ঠাঁই ছিল না। চিকিৎসার ব্যবস্থা করেছি। আমরা কমিউনিটি ক্লিনিক করেছি। যেখানে বিনা পয়সায় ৩০ ধরনের ওষুধের ব্যবস্থা করেছি। আমরা ডিজিটাল বাংলাদেশ করেছি। কর্মসংস্থান হয়েছে।
কিছুদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে গুজব ছড়িয়ে পড়ে যে ব্যাংকে টাকা নেই। বাংলাদেশ শ্রীলঙ্কা হতে যাচ্ছে। সে জন্য অনেকে ব্যাংক থেকে টাকাও তুলে নিচ্ছেন। এমনকি ব্যাংক থেকে টাকা তোলার জন্য হুড়াহুড়ি লেগেছে বলেও সামাজিক মাধ্যমগুলোতে বিভ্রান্তিকর নানা তথ্য ছড়িয়ে পড়েছে। এমন গুজবে কান না দিতে বাংলাদেশে ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছে। এছাড়া কেন্দ্রীয় ব্যাংক, অর্থনীতিবিদ ও ব্যাংকারদের পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয়েছে-ে এসব তথ্যের কোনো ভিত্তি নেই। এমন গুজবের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বিষয়টি নিয়ে কথা বললেন।
/আইএইচ
টাইমলাইন
-
২৪ নভেম্বর ২০২২, ১৫:৪৫
রিজার্ভ সংকট নেই, শক্তিশালী অবস্থায় আছে দেশ: প্রধানমন্ত্রী
-
২৪ নভেম্বর ২০২২, ১৫:৪২
ব্যাংক থেকে টাকা তুলে ঘরে রাখলে চোর নিয়ে যাবে
-
২৪ নভেম্বর ২০২২, ১৫:০৮
প্রধানমন্ত্রী ৩ থেকে সাড়ে তিন ঘণ্টা ঘুমান: কাদের
-
২৪ নভেম্বর ২০২২, ১৪:৪৮
যশোরে জনসভা মঞ্চে শেখ হাসিনা
-
২৪ নভেম্বর ২০২২, ১৪:২৫
খাবার ভাগাভাগি করে খাচ্ছেন নেতাকর্মীরা
-
২৪ নভেম্বর ২০২২, ১৪:২১
নেচে-গেয়ে প্রধানমন্ত্রীর সমাবেশে যোগ দিচ্ছেন নারীরা
-
২৪ নভেম্বর ২০২২, ১৪:০৯
প্রত্যাশার চাইতে বেশি মানুষ উপস্থিত যশোরের জনসভায়!
-
২৪ নভেম্বর ২০২২, ১৪:০৮
প্রধানমন্ত্রীর জনসভা: ১০ জেলার লোক যশোরে
-
২৪ নভেম্বর ২০২২, ১৪:০০
পিতার ৫০ বছর পর শামস্-উল-হুদা স্টেডিয়ামে শেখ হাসিনা
-
২৪ নভেম্বর ২০২২, ১৩:১৯
তীব্র গরমেও উৎসবে বাঁধ মানছে না
-
২৪ নভেম্বর ২০২২, ১২:১১
মাথায় নৌকা নিয়ে যশোরে মোহাম্মদ আলী
-
২৪ নভেম্বর ২০২২, ১২:০২
‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানে মুখরিত যশোর
-
২৪ নভেম্বর ২০২২, ১১:৫৯
বঙ্গবন্ধুকন্যার কাছে দুই দাবি যশোরবাসীর
-
২৪ নভেম্বর ২০২২, ১১:২৪
দলে দলে সমাবেশে আসছেন আ.লীগ নেতাকর্মীরা
-
২৪ নভেম্বর ২০২২, ১১:১৭
যশোরে প্রধামন্ত্রীর জনসভায় ৩ স্তর বিশিষ্ট নিরাপত্তা বলয়
-
২৪ নভেম্বর ২০২২, ১০:৫৮
প্রধানমন্ত্রীর জনসভা: যশোর জুড়ে ৩০০ মাইক
-
২৪ নভেম্বর ২০২২, ১০:৩১
প্রধানমন্ত্রীকে দেখতে ‘নৌকা’ নিয়ে যশোরে শহর আলী
-
২৪ নভেম্বর ২০২২, ০৯:৫২
৪ ইস্যুতে যশোরে প্রধানমন্ত্রীর জনসভা
-
২৪ নভেম্বর ২০২২, ০৮:৫৪
আজ যশোরে জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী