শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ঢাকা

জামালপুরে বাড়ছে নদ নদীর পানি

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২০ জুন ২০২২, ১০:২৯ এএম

শেয়ার করুন:

জামালপুরে বাড়ছে নদ নদীর পানি

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জামালপুরে নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।

সোমবার (২০ জুন) সকালে যমুনা নদীর বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৪৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে জেলার ইসলামপুর, দেওয়ানগঞ্জ, বকশিগঞ্জ, সবিষাবাড়ি, মেলান্দহ ও মাদারগঞ্জের নিম্নাঞ্চল প্রাবিত হতে শুরু করেছে।


বিজ্ঞাপন


জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, জেলার ৭ উপজেলার ৩০ ইউনিয়নের নিম্নাঞ্চল বন্যায় প্রাবিত হয়েছে। এতে শতাধিক গ্রামের ৫০ হাজার মানুষ বন্যা কবলিত হলেও জেলার ২টি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন ৩২৬ জন। দুর্গত এলাকায় বিশুদ্ধ পানি ও গো খাদ্যের সংকট দেখা দিয়েছে। বন্যা দুর্গত এলাকায় ৮০টি মেডিক্যাল টিম কাজ করছে বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।

এছাড়াও দেওয়ানগঞ্জের গুজিমারি গুচ্ছগ্রাম বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় ওই গ্রামের লোকজন আশ্রয় নিয়েছে বাংলাদেশ রেলওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।

জেলা ত্রান ও পুনর্বাসন কর্মকর্তা আলমগীর হোসেন জানান, জেলার ৭ উপজেলার ৩০ ইউনিয়নের নিম্নাঞ্চল বন্যায় প্রাবিত হয়েছে। ৫০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। প্রতিটি উপজেলায় ৫০ মেট্রিকটন চাল, নগদ ১ লাখ টাকা ও ৪ হাজার প্যাকেট শুকনো খাবার বরাদ্দ দেওয়া হয়েছে।

টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর