জয়পুরহাটে ঈদকে ঘিরে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ঢাকাগামী ৩টি পরিবহনকে ১৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (০৭ এপ্রিল) দুপুরে শহরের পাচুর মোড়ে ঢাকাগামী পরিবহনের কাউন্টারগুলোতে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।
বিজ্ঞাপন
জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
দণ্ডপ্রাপ্ত ঢাকাগামী শাহ ফতেহ আলী পরিবহনকে ৫ হাজার টাকা, আহাদ পরিবহনকে ৬ হাজার টাকা এবং এসআই পরিবহনকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা গ্রহণ ও দৃশ্যমান স্থানে ভাড়ার চার্ট না থাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পরিবহনগুলোকে জরিমানা করা হয়।
জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম বলেন, যাত্রীদের ভোগান্তি কমাতে ও পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে আমাদের এ অভিযান ভবিষ্যতেও চলবে।
বিজ্ঞাপন
এসময় সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
ইএ