টি-টোয়েন্টি ক্যারিয়ারের শততম হাফসেঞ্চুরির মাইলফল ছুঁয়েছেন বিরাট কোহলি। তার ব্যাটে ভর করে আইপিএলে রাজস্থান রয়্যালসকে ৯ উইকেটে হারিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ছয় ম্যাচে এটি তাদের চতুর্থ জয়। তাতে টেবিলের চারে উঠেছে কোহলিরা।
রাজস্থানের দেওয়া ১৭৪ রানের লক্ষ্যে শুরুর মঞ্চটা গড়ে দেন ফিল সল্ট। ৩৩ বলে ৫ চার ও ৬ ছক্কায় ৬৫ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। তার পর ইনিংস শেষ করার দায়িত্ব নেন কোহলি। ৪৫ বলে ৪ চার ও ২ ছক্কায় খেলেছেন ৬২ রানের অপরাজিত ইনিংস। অসাধারণ এই ইনিংসটি খেলার পথে মৌসুমের তৃতীয় ও টুর্নামেন্টের ৬৬ তম হাফসেঞ্চুরি তুলে নেন তিনি।
বিজ্ঞাপন
জয়ের পথে সল্ট শুরু থেকেই ছিলেন আগ্রাসী। শুরুর ওভারেই স্বদেশি জোফরা আর্চারের বলে একটি চার ও একটি ছক্কা মারেন। বিধ্বংসী ব্যাটিংয়ে ২৮ বলে তুলে নেন ফিফটি। ম্যাচসেরাও তিনি। কোহলির সঙ্গে মিলে উপহার দেন ৯২ রানের জুটি। তার পর কোহলি বামহাতি দেবদূত পাডিক্কালের সঙ্গে মিলে ৮৩ রানের অবিচ্ছিন্ন জুটিতে ১৫ বল হাতে রেখে ম্যাচ জিতে মাঠ ছাড়েন। পাডিক্বাল ২৮ বলে খেলেছেন ৪০ রানের অপরাজিত ইনিংস। তাতে রয়েছে ৫টি চার ও ১টি ছয়ের মার।
৬ ম্যাচে চতুর্থ পরাজয় দেখা রাজস্থান ওপেনার জয়সওয়ালের ৭৫ রানের ইনিংসে ভর করে ৪ উইকেটে ১৭৩ রান সংগ্রহ করে। মন্থর পিচে শুরুতে সতর্ক থেকে ব্যাট করেছেন জয়সওয়াল। কিন্তু নিয়মিত বাউন্ডারিতে ছন্দটা ধরে রেখেছেন। প্রথম উইকেটে সানজু স্যামনের (১৫) সঙ্গে মিলে যোগ করেন ৪৯। তার পর রায়ান পরাগকে নিয়ে যোগ করেন আরও ৫৬ রান। পরাগ অবশ্য ৩০ রানে ফিরেছেন।
জয়সওয়ালের আউটের পর ইনিংসটা টেনে নিতে অবদান রাখেন ধ্রুব জুরেল। ২৩ বলে ২ চার ও ২ ছক্কায় ৩৫ রান করেন তিনি। জয়সওয়ালের ৪৭ বলের ইনিংসে ছিল ১০টি চার ও ২টি ছয়। বেঙ্গালুরুর হয়ে একটি করে উইকেট নেন ভুবনেশ্বর কুমার, যশ দয়াল, জশ হ্যাজেল উড ও ক্রুনাল পান্ডিয়া।