শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ঢাকা

সয়াবিন তেলের দাম বাড়ল লিটারে ১৪ টাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৫, ০৯:৩৩ পিএম

শেয়ার করুন:

loading/img
লিটারপ্রতি বেড়েছে ১৪ টাকা। ছবি: সংগৃহীত

নিত্যপণ্য ভোজ্যতেল সয়াবিন তেলের দাম বেড়েছে প্রতি লিটারে ১৪ টাকা। ফলে বোতলজাত এক লিটার সয়াবিন তেলের দাম এখন ১৮৯ টাকা পড়বে, যা আগে ১৭৫ ছিল টাকা।

রোববার (১৩ এপ্রিল) বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। আজ থেকেই নতুন দর কার্যকর হয়েছে বলে জানান তারা।


বিজ্ঞাপন


নতুন ঘোষণা অনুসারে, পাঁচ লিটার সয়াবিন তেলের বোতলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৯২২ টাকা, যা ছিল ৮৫২ টাকা।

আরও পড়ুন

‘কৃত্রিম সংকটে’ সয়াবিন তেলে নৈরাজ্য

বোতলজাত তেলের পাশাপাশি খোলা সয়াবিন ও পাম তেলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ১৬৯ টাকা, যা ছিল ১৫৭ টাকা।

এর আগে গত ৯ ডিসেম্বর সর্বশেষ বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ানো হয়েছিল। তখন লিটারপ্রতি দাম নির্ধারণ করা হয় ১৭৫ টাকা।


বিজ্ঞাপন


Oil2

ঈদুল ফিতরের আগে ২৭ মার্চ নতুন করে ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব দেন মিল মালিকেরা। তখন বোতলজাত সয়াবিনের দাম একলাফে লিটারে ১৮ টাকা বাড়াতে চান ব্যবসায়ীরা। আর খোলা সয়াবিন তেলের দাম বাড়াতে চান লিটারে ১৩ টাকা। ভোজ্যতেলের কর-সুবিধার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরদিন ১ এপ্রিল থেকে এই দর কার্যকরের ঘোষণা দেন ব্যবসায়ীরা।

আরও পড়ুন

সয়াবিনের সঙ্গে সরিষার তেল কিনতে বাধ্য করছেন ডিলাররা!

ওই দিন দাম বাড়ানোর সিদ্ধান্তের কথা সংগঠনটি বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনকে লিখিতভাবে জানিয়েছিল। অবশেষে দাম বাড়ানোর ঘোষণা দিলেন মিল মালিকরা। নিত্যপণ্যটির দাম হঠাৎ করে বেড়ে যাওয়ায় এর বাড়তি চাপ ভোক্তাদের ওপর পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এমআর/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর