নিজ বাড়িতে পানির অভাব দূর করতে মাটির গভীরে কূপ খনন করার সময় ভেতর শ্বাসরুদ্ধ হয়ে দু’জন মারা গেছেন।
রোববার (১৩ এপ্রিল) শেরপুরের ঝিনাইগাতী উপজেলার উত্তর শালচূড়া এলাকায় সন্ধ্যার আগে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দল কূপ থেকে দু’জনের মরদেহ উদ্ধার করে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার শালচূড়া গ্রামের নীল মোহন কোচের ছেলে নিরঞ্জন কোচের (৩৫) বাড়িতে পানির অভাব দূর করতে মাটির গভীরে কূপ খনন করা হচ্ছিল। কয়েক দিন আগে ওই কূপে সিমেন্টের তৈরি ১৮টি রিং বসানো হয়। আজ বিকেলে আরও আটটি রিং নামানোর সময় নিরঞ্জন ও তার ভায়রাভাই রাংটিয়া এলাকার নিপুরাম কোচের ছেলে নারায়ণ কোচ কূপের ভেতর নামে।
কিছুক্ষণ পর কূপের ওপরে থাকা লোকজন তাদের কোনো সাড়া-শব্দ পায়নি। পরে স্থানীয় যুবক মাহানা কোচ নিজ কোমরে রশি বেঁধে আটকে পড়া দু’জনকে উদ্ধার করতে নামলে তিনিও জ্ঞান হারান। পরে ওপরে থাকা অন্যান্যরা মাহানা কোচকে রশি ধরে টেনে ওপরে এনে দ্রুত হাসপাতালে পাঠান। পরে ঝিনাইগাতী ফায়ার সার্ভিসকে খবর দিলে, তারা এসে কূপের গভীর থেকে মৃতদের উদ্ধার করেন।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিন বলেন, এ ব্যাপারে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/ এমইউ