বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

পহেলা বৈশাখে বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দর 

জেলা প্রতিনিধি, পঞ্চগড়
প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৫, ০৭:৪৮ পিএম

শেয়ার করুন:

loading/img

পহেলা বৈশাখের ছুটিতে সোমবার (১৪ এপ্রিল) পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে বন্ধ থাকবে আমদানি-রফতানি। সেইসঙ্গে বন্ধ থাকবে বন্দর ও কাস্টমসের কার্যক্রম। তবে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে।

আগামী মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল থেকে এ পথে আমদানি-রফতানি বাণিজ্য পুনরায় চলবে।


বিজ্ঞাপন


বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রফতানিকারক গ্রুপের আহ্বায়ক মো. রেজাউল করিম শাহিন বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার সরকারি ছুটি থাকায় এক দিন আমদানি-রফতানিসহ বন্দর ও কাস্টমসের সব কার্যক্রম বন্ধ থাকবে। মঙ্গলবার সকাল থেকে আমদানি-রফতানি কার্যক্রম চলবে।

বাংলাবান্ধা স্থলবন্দর লিমিটেডের ম্যানেজার মো. আবুল কালাম আজাদ জানান, সোমবার সরকারি ছুটির ফলে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকবে। দু’দেশের সিঅ্যান্ডএফ এজেন্টরা বিষয়টি আমাদের অবহিত করেছেন।

বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ কবীর জানান, আমদানি-রফতানি বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর