কক্সবাজারের টেকনাফে বসতবাড়িতে ঢুকে দুজনকে অপহরণ করে নিয়ে গেছে সন্ত্রাসীরা।
শনিবার (৫ এপ্রিল) রাত সাড়ে ৮টায় বাহারছড়া মারিশবনিয়া এলাকার তৈয়বার বাড়ি থেকে বিয়ের একদিন পর তার স্বামী নূর কামাল ও ভাইয়ের ছেলে বেলালকে অপহরণ করে পাহাড়ি সন্ত্রাসীরা।
বিজ্ঞাপন
নূর কামাল (৫০) টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া এলাকার বাসিন্দা এবং রঙ্গিখালী এলাকার বাসিন্দা নূর হোসেনের ছেলে বেলাল উদ্দিন (১৮)।
বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য ফরিদ উল্লাহ বলেন, শুক্রবারে তৈয়বার সঙ্গে নূর কামালের বিয়ে হয়। এর পরের দিন স্বামী ও ভাইয়ের ছেলেকে অপহরণ করে পাহাড়ি সন্ত্রাসীরা। অপহরণের বিষয়টি বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জকে অবগত করা হয়েছে।
তৈয়বা বলেন, গত শুক্রবার নূর কামালের সঙ্গে আমার দ্বিতীয় বিয়ে হয়। শনিবার রাতে পাঁচজন পাহাড়ি সন্ত্রাসী বাড়িতে ঢুকে বিয়ের ৬ লাখ টাকা ও স্বর্ণ চায়। আমার স্বামীকে অপহরণের জন্য নাকি ২০ লাখ টাকার চুক্তি করেছে তারা। এরপর দেড় ভরি স্বর্ণ ও নগদ ১৫ হাজার টাকাসহ আমার স্বামীকে ও ভাইয়ের ছেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে পাহাড়ে নিয়ে যায় সন্ত্রাসীরা।
বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ শোভন কুমার সাহা বলেন, অপহরণের বিষয়টি পরিবারের কাছ থেকে শুনেছি। তাদের উদ্ধারে পুলিশ কাজ করছে।
প্রতিনিধি/টিবি