শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ঢাকা

‘কন্যা’ বৈশাখ উদযাপনকে আরও রাঙিয়ে তুলবে: সজল

রাফিউজ্জামান রাফি
প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৫, ১২:১৪ পিএম

শেয়ার করুন:

loading/img

পয়লা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব। এদিন বর্ষবরণে মেতে ওঠে সবাই। আজও তার ব্যতিক্রম হয়নি। অনন্দের দিনকে ঘিরে সবার মনে খুশির বন্যা বইছে। অন্যদের মতো বৈশাখের আনন্দ ভাগাভাগি করতে খালার বাড়িতে ছুটেছেন অভিনেতা আব্দুন নূর সজল। 

ভয় পাইনি, 'জ্বীন ৩' দেখে বলছেন দর্শক


বিজ্ঞাপন


ঢাকা মেইলকে তিনি বলেন, ‘এবারের পহেলা বৈশাখের পরিকল্পনা খালার বাড়িতে। খালা, মামা, আমরা কাজিনরা যারা আছি রাতেই চলে যাব। খালা এবার সবার জন্য বৈশাখের কাপড় কিনেছেন। ছেলেদেরচ জন্য পাঞ্জাবি, মেয়েদের জন্য শাড়ি। লাল-সাদার মধ্যে। দিনটি পুরান ঢাকায় উদযাপন করা হবে।’

sojol_nur

মায়ের হাতে তৈর বিভিন্ন পদের বাহারি খাবার দিয়ে বৈশাখের দিন শুরু হয়। অভিনেতা ভাষ্য, ‘সাধারণত পয়লা বৈশাখের দিন মা আত্মীয়-স্বজনদের নিয়ে অনুষ্ঠান আয়োজন করেন। সেটা এবার খালার বাসায় হচ্ছে। আয়োজনটা মা একা করেন না। সব খালারা মিলেই করেন। পয়লা বৈশাখের আগের রাতে সব খাবার দাবার তৈরি করা হয়। তবে স্পেশালি মা পান্তা ভাত, টক দই দিয়ে একটা খাবার তৈরি করেন। সেটা খেতে খুব ভালো লাগে। এছাড়া ইলিশ মাছ ভাজা, বেগুন ভাজাও থাকে।’ 

ষড়যন্ত্রমূলক মামলার বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নেব: সজল


বিজ্ঞাপন


তিনি যোগ করেন, ‘পয়লা বৈশাখ উদযাপনের ক্ষেত্রে মিষ্টির বেশ প্রচলন আছে। আর একটা বিষয়, আমাদের আত্মীয়-স্বজন যারা বাসায় আসে দেখা যায় সবার কাপড়  একই রকম হয়। সব কাজিন, চাচা, মামা, এক পাঞ্জাবি পরি।’   

qjt15Ttx

শৈশবের বৈশাখের স্মৃতিচারণ করে বলেন, ‘ছোটবেলার পয়লা বৈশাখ  বেশ রঙিন ছিল। সকাল ছয়টায় ঘুম থেকে উঠে মামার হাত ধরে রমনার বটমূলে চলে যেতাম। তার হাত ধরে চারুকলার র‍্যালি দেখতাম। বড় হওয়ার পর যখন ঢাকা কলেজে পড়তাম তখন বন্ধুরা সবাই একসঙ্গে সকাল ৬টায় রমনার বটমূলে চলে যেতাম।  এরপর শোভাযাত্রা দেখা, টিএসসির চত্বর ঘুরে শাহবাগে মল্লিকের দোকানে খাওয়া শেষে নিউমার্কেট এলাকায় আড্ডা দেওয়া। এভাবেই কৈশোরের পয়লা বৈশাখ কাটিয়েছি। তখন খুব অনন্দ হতো। সেই আনন্দটা এখন কম হয়। এখন আবার আলাদা আনন্দ হয়।’

নেটিজেনদের পাশাপাশি তারকারাও বুঁদ 'জ্বীন ৩'-এর 'কন্যা'য়

অভিনয় জীবনের শুরুতে বৈশাখের দিন ঘটে যাওয়া মজার স্মৃতি তুলে ধরেন অভিনেতা সজল। তিনি বলেন, ‘বৈশাখের দিন রমনার বটমূলে একটা নাটকের শুটিং করছিলাম। তাহের শিপনের পরিচালনায় ওই নাটকে সহ অভিনেত্রী ছিলেন শ্রাবস্তী দত্ত তিন্নি। আমাদের বলা হয়েছিল আমরা যেন হেঁটে ক্যামেরার বাইরে চলে আসি। মানুষের ভিড়ের কারণে দূর থেকে ক্যামেরা ধরা হয়। কোনো রকম শটটা দিয়ে বের হয়ে আসি।’

sojol

হাসতে হাসতে অভিনেতা বলেন, ‘অনেক মানুষ গাদাগাদিতে মধ্যে শট শেষ করে ফিরে এসে পকেট হাতরে দেখি পকেটে মোবাইল নেই। তখন বিশ্ববিদ্যালয় পড়ি। মোবাইল কেনার মতো হাতে টাকাও নেই। এরপর সবাই খুব হাসাহাসি করছিল পকেট থেকে মোবাইল নিয়ে গেল টের পেলাম না। টের পেলেও কিছু করার থাকতো না এত বেশি মানুষ। বৈশাখের দিন সবাই উৎসব উদযাপনের জন্য যায়। কখন কী হয়ে যায় বলা যায় না।’  

যে রেকর্ড গড়ল 'জ্বীন ৩'-এর 'কন্যা' গান

এবারের ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছেন সজল অভিনীত সিনেমা ‘জ্বীন-৩’। আলোচনায় ছবিটি। অভিনেতার কথায়, ‘এবারের পয়লা বৈশাখ আমার কাছে বেশি স্পেশাল। কারণ 'জ্বীন-৩'-এর 'কন্যা' গানে পয়লা বৈশাখের একটা অংশই রয়েছে। এ গান দর্শকদের মাঝে খুবই সাড়া ফেলেছে। আশা করছি  পয়লা বৈশাখের উদযাপনকে আরও বেশি রাঙিয়ে তুলবে 'কন্যা' গানটি। এ গানটি পয়লা বৈশাখের প্রাণ ফিরিয়ে দেবে।’

আরআর/

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর