রোববার, ৬ এপ্রিল, ২০২৫, ঢাকা

টুঙ্গিপাড়ায় মাহেন্দ্র-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ
প্রকাশিত: ০৩ এপ্রিল ২০২৫, ০৯:০৯ এএম

শেয়ার করুন:

loading/img

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মাহেন্দ্র ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজনের প্রাণ গেছে, আহত হয়েছেন আরো ৭ জন।

গতকাল বুধবার (৩ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার টুঙ্গিপাড়া-বাঁশবাড়িয়া সড়কের ড. এমদাদুল হক মেমোরিয়াল ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।


বিজ্ঞাপন


নিহত ব্যক্তিরা হলেন—টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের পার-ঝনঝনিয়া গ্রামের মাহফুজ শেখের ছেলে মারুফ শেখ (১৮) এবং একই গ্রামের কামাল শেখের ছেলে মোহাননেত শেখ (১৬)।

টুঙ্গিপাড়া থানার ওসি খোরশেদ আলম জানান, মারুফ মোটর সাইকেলে করে পার ঝনঝনিয়া থেকে পাটগাতি বাজারের দিকে যাচ্ছিলেন। এসময় পাটগাতি বাজার থেকে ছেড়ে আসা বাঁশবাড়িয়াগামী একটি মাহেন্দ্রর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। তাতে মোটর সাইকেল ও মাহেন্দ্রটি দুমড়ে মুচড়ে ৯ জন আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মাহেন্দ্রর যাত্রী মোহাননেত শেখ চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

পরে অবস্থার অবনতি হলে মারুফ শেখকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


বিজ্ঞাপন


আহত বাকিদের টুঙ্গিপাড়া হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ওসি।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর


News Hub