পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় সোনাতলা নদীতে ১২ কেজি ওজনের একটি কোরাল মাছ ধরা পড়েছে জেলের জালে।
শনিবার (৫ এপ্রিল) রাতে স্থানীয় জেলে মো. নূরুল ইসলামের জালে মাছটি ধরা পড়ে। এসময় মাছটি একনজর দেখতে ভিড় জমায় উৎসুক জনতা।
বিজ্ঞাপন
পরে মাছটি স্থানীয় বাজারে ৯২৯ টাকা কেজি দরে ১১ হাজার ১৫০ টাকায় বিক্রি করা হয়। তবে মাছটির প্রকৃত বাজারমূল্য এর চেয়ে অনেক বেশি ছিল বলে মনে করছেন স্থানীয়রা।
জেলে নূরুল ইসলাম বলেন, আমি প্রতিদিনের মতোই নদীতে জাল ফেলেছিলাম। হঠাৎ জাল টানতে গিয়ে দেখি ভারি কিছু আটকে আছে। পরে দেখি বিশাল একটা কোরাল মাছ। এত বড় মাছ সচরাচর পাওয়া যায় না। তবে সময় মতো উপযুক্ত ক্রেতা না পাওয়ায় কম দামে বিক্রি করতে হয়েছে।
স্থানীয় মৎস্য ব্যবসায়ীরা জানান, ঢাকাসহ বড় শহরগুলোর বাজারে এই ধরনের মাছের কেজি প্রতি দাম দেড় হাজার থেকে ২ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে। সেই হিসেবে মাছটির দাম প্রায় দ্বিগুণ হওয়া উচিত ছিল।
আরও পড়ুন
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, কোরাল একটি উচ্চমূল্যের সামুদ্রিক মাছ, যা সাধারণত গভীর সমুদ্রে পাওয়া যায়। তবে নদীতে এত বড় আকারের কোরাল মাছ ধরা পড়া সত্যিই ব্যতিক্রমী ঘটনা।
প্রতিনিধি/টিবি