সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ঢাকা

মতলবে অভিযান: ৩২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

জেলা প্রতিনিধি, চাঁদপুর
প্রকাশিত: ০৬ এপ্রিল ২০২৫, ০৯:১৭ এএম

শেয়ার করুন:

loading/img

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে ৩২ কেজি গাঁজাসহ মো. সৈকত হোসেন (২০) নামে মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (৫ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে তাকে উপজেলার আমিরাবাদ এলাকা থেকে গ্রেফতার করা হয়।


বিজ্ঞাপন


রোববার (৬ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।

thumbnail_1000131361

তিনি বলেন, স্থানীয় গোপন তথ্যের ভিত্তিতে চাঁদপুর সদর আর্মি ক্যাম্প এবং উত্তর মতলব থানা পুলিশ কর্তৃক তালিকাভুক্ত মাদক কারবারিদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উত্তর মতলব উপজেলার আমিরাবাদ এলাকা থেকে তালিকাভুক্ত মাদক কারবারি সৈকত হোসেনকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ৩২ কেজি গাঁজা এবং একটি প্রাইভেট কার উদ্ধার করা হয়।

আরও পড়ুন

ফরিদগঞ্জ চেক পোস্টে ২ মাদক কারবারি গ্রেফতার

পরবর্তীতে আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য উদ্ধার করা দ্রব্যসামগ্রী এবং গ্রেফতার ব্যক্তিকে মতলব উত্তর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, গেল বছর ৪ সেপ্টেম্বর হতে যৌথ বাহিনীর নেতৃত্বে চাঁদপুর জেলায় সব অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি এবং অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে। ইতোমধ্যে বহু অপরাধী আইনের আওতায় এসেছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর