পটুয়াখালীর বাউফলে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ছালাম খন্দকার নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৫ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের বাকলা তাঁতেরকাঠি গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিজ্ঞাপন
স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশুর বাবা পেশায় একজন জেলে। শনিবার বিকেলে শিশুটির পরিবারের সদস্যরা খেতে মুগডাল তুলতে যায়। এসময় বাড়ির সামনের রাস্তা থেকে তুলে এনে একটি নির্মাণাধীন ঘরে নিয়ে ধর্ষণ করে। শিশুটির চিৎকারে এক যুবক এগিয়ে গিয়ে ঘটনাটি দেখতে পেয়ে প্রতিবেশীদের জানায়। পরে স্থানীয়রা মিলে অভিযুক্ত ছালাম খন্দকারকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন।
বাউফল থানার ওসি মো. কামাল হোসেন বলেন, ধর্ষণের ঘটনায় ভুক্তভোগী শিশুর পরিবার মামলা করেছে। আসামি ছালাম খন্দকারকে গ্রেফতার দেখানো হয়েছে। এ ঘটনায় তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/এসএস