সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ঢাকা

টিকটকারের কথায় ভিডিও করতে গিয়ে শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ
প্রকাশিত: ০৬ এপ্রিল ২০২৫, ১০:১০ এএম

শেয়ার করুন:

loading/img

ময়মনসিংহের ফুলপুরে টিকটকারের কথামতো ভিডিও করতে গিয়ে সৌরভ ক্ষত্রিয় নামে ছয় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (৫ এপ্রিল) ফুলপুর থানার ওসি মো. আব্দুল হাদী বিষয়টি নিশ্চিত করেছেন।


বিজ্ঞাপন


এর আগে শুক্রবার (৪ এপ্রিল) রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত সৌরভ ক্ষত্রিয় উপজেলার পাতিলগাঁও গ্রামের জুটন ক্ষত্রিয়ের ছেলে। সে পাতিলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।

জানা গেছে, সৌরভ তার বন্ধুদের নিয়ে টিকটিক ভিডিও বানাতো। হাকিম নামে একজন টিকটকার ঝুঁকিপূর্ণ ডোবাতে সৌরভকে লাফ দিতে বলে আর সেই দৃশ্য ভিডিও ধারণ করতে উৎসাহ দেয়। গত ২৯ মার্চ শনিবার সেই কথামতো লাফ দিতে গিয়ে সৌরভের পায়ে লোহার রড ঢুকে যায়।

আরও পড়ুন

ময়মনসিংহে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু

নিহতের পরিবার জানায়, আব্দুল হাকিম নামে একজন পেশাদার টিকটকারের কথাতে ভিডিওতে অংশ নিতে গিয়ে পায়ে মারাত্মক আঘাত পায় শিশু সৌরভ। এ ঘটনায় প্রচুর রক্তক্ষরণ হয়। প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে নিয়ে আসলে পাঁচদিন পর শারীরিক অবস্থার অবনতি ঘটলে ময়মনসিংহের এসকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে সে মারা যায়।


বিজ্ঞাপন


স্থানীয়রা জানান, এলাকার কিছু কিশোর টিকটকে ভাইরাল হতে চ্যালেঞ্জিং ভিডিও কন্টেন্ট তৈরি করে। কেউ প্রতিবাদ করলে হেনস্তার শিকার হতে হয়। টিকটকে ভাইরাল হবার আসক্তিই সৌরভের প্রাণ গেল। যারা টিকটকের কন্টেন্ট তৈরি করতে সৌরভকে নিয়ে গেছে তাদের আইনের আওতায় আনার দাবি জানাই।

ফুলপুর থানার ওসি মো. আব্দুল হাদী বলেন, হাকিম নামে একজন পেশাদার টিকটকারের প্ররোচণায় সৌরভের মৃত্যু হয়েছে। ছেলে হত্যার বিচার চেয়ে নিহতের মা রানু ক্ষত্রিয় বাদী হয়ে অভিযুক্ত টিকটকারের বিরুদ্ধে মামলা করেছেন।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর