শেরপুরের ঝিনাইগাতীতে মেলায় জুয়ার আসরে অভিযানের সময় হামলায় পুলিশের দুই কর্মকর্তাসহ পাঁচজন আহত হয়েছেন।
শনিবার (৫ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের পাইকুড়া বাজারে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
আহত ব্যক্তিরা হলেন- ঝিনাইগাতী থানার উপপরিদর্শক (এসআই) হারুন অর রশিদ, সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মনিরুজ্জামান, কনস্টেবল তাজুল ইসলাম, শহিদুল ইসলাম ও ফরহাদ আলী। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিবছর পাইকুড়া বাজারে স্থানীয়ভাবে বৈশাখী মেলার আয়োজন করা হয়। এবার মেলায় ঝিনাইগাতী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ভাই সুলতান, ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক ও সাবেক ইউপি সদস্য আসাদ আলী ও স্থানীয় ছাত্রদল নেতা আনন্দের তত্ত্বাবধানে জুয়ার আসর বসছে। খবর পেয়ে গতকাল সন্ধ্যায় থানার পুলিশ সদস্যরা সেখানে অভিযান চালাতে যান। এ সময় আসাদ আলী ও আনন্দর নেতৃত্বে স্থানীয় ২০ থেকে ৩০ জন পুলিশ সদস্যদের ওপর হামলা করেন। এ ঘটনায় এসআই হারুন অর রশীদ, এএসআই মনিরুজ্জামানসহ পাঁচ পুলিশ সদস্য আহত হন। পরে থানা থেকে অতিরিক্ত পুলিশ সদস্য গিয়ে তাদের উদ্ধার করেন। হামলার ঘটনার পরপরই সুলতান ও আসাদ আলী পালিয়ে যান।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানার জন্য সাবেক ইউপি সদস্য আসাদ আলীর মুঠোফোনে কল দিলেও তা বন্ধ পাওয়া যায়। এ ছাড়া সুলতানও পলাতক থাকায় তাদের বক্তব্য জানা সম্ভব হয়নি।
বিজ্ঞাপন
তবে অভিযোগ অস্বীকার করে স্থানীয় ছাত্রদল নেতা আনন্দ মুঠোফোনে বলেন, জুয়ার আসর বা পুলিশের ওপর হামলার ঘটনার সঙ্গে তিনি জড়িত নন।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিন বলেন, পাইকুড়া বাজারে হামলায় পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশের কর্তব্য কাজে বাধা প্রদান ও পুলিশ সদস্যদের লাঞ্ছিত করার অভিযোগে থানায় মামলা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত আছে।
প্রতিনিধি/এসএস