পবিত্র ঈদুল ফিতরের টানা নয় দিন ছুটির পড়ে খুলেছে অফিস আদালত। দীর্ঘ এই সময়ে বন্ধ থাকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোও। বন্ধ ছিল শেয়ারবাজারে লেনদেনও। দীর্ঘ ছুটি শেষে প্রথম কর্মদিবসে ঈদের আমেজ ও ঢিলেঢালা ব্যাংকিং কার্যক্রম দেখা গেছে।
রোববার (০৬ এপ্রিল) ব্যাংক-বিমা ও শেয়ারবাজারসহ আর্থিক প্রতিষ্ঠানগুলো ঘুরে এমন চিত্র দেখা যায়।
বিজ্ঞাপন
সরেজমিনে দেখা যায়, আগের নিয়মে (১০টা-০৪টা) সকাল থেকে খুলেছে ব্যাংক-বিমা ও শেয়ারবাজার। তবে কেন্দ্রীয় ব্যাংকসহ অন্যান্য ব্যাংকগুলোতে ছিল ঈদের আমেজ। ছুটির পর প্রথম কার্যদিবস অনেকটাই ডিলেঢালা ছিল অফিসের কর্যক্রম।
দীর্ঘ ছুটির পর প্রথম কার্যদিবসে ব্যাংকের শাখাগুলোয় কাজের চাপও ছিল তুলনামূলক কম। কর্মকর্তা এবং কর্মচারীরা ছিলেন ঈদের আমেজে। সকালে নির্ধারিত সময়ে অফিসে এসে একে অন্যের সঙ্গে কোলাকুলি করেছেন, করছেন শুভেচ্ছা বিনিময়।
সকালে রাজধানীর ব্যাংকপাড়া খ্যাত মতিঝিল, দিলকুশা, পল্টন এলাকায় বিভিন্ন ব্যাংকের শাখা ঘুরে দেখা যায়, ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে ঢিলেঢালাভাবে চলছে সেবা কার্যক্রম। অনেক কাউন্টারই ফাঁকা, নেই গ্রাহকের উপস্থিতি। অনেক কাউন্টারে আবার কর্মকর্তা আসেননি ব্যক্তিগত ছুটির কারনে। গ্রাহক উপস্থিতি কম থাকায় কর্মকর্তারা একে অপরের সাথে কোলাকুলি করছেন, জানতে চাইছেন কে কেমন ঈদ কাটিয়েছেন। অনেক কর্মকর্তা আজকেও ছুটি কাটাচ্ছেন।
ব্যাংকারদের উপস্থিতি থাকলেও গ্রাহকের চাপ ছিল কম। প্রয়োজন ছাড়া ব্যাংকমুখী হননি অনেক গ্রাহক। আবার এর মধ্যে অনেকেই ব্যাংকের প্রয়োজনীয় কাজ সেরেছেন। নগদ অর্থ জমা ও উত্তোলন করেছেন কিছু গ্রাহক। অনেক গ্রাহককেই সঞ্চয়পত্রের মুনাফা উত্তোলন করতে দেখা যায়।
রমজান শেষে ব্যাংকের অফিস ও লেনদেনের সময়সূচি আবার আগের অবস্থায় ফিরে আসবে। আজ থেকে ব্যাংক লেনদেন হবে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। তবে ব্যাংকের অফিস সূচি হবে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। বাকি সময় লেনদেন পরবর্তী ব্যাংকের আনুষঙ্গিক কার্যক্রম পরিচালনা হবে।
এর আগে রমজানে ব্যাংকে লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ করেছিল বাংলাদেশ ব্যাংক। রোজার মাসে ব্যাংকে লেনদেন হয় সকাল সাড়ে ৯টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত। রমজানে ব্যাংকের অফিস সূচি ছিল সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। এর মধ্যে বেলা ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামায়ের বিরতি ছিল। বাকি সময় লেনদেন পরবর্তী ব্যাংকের আনুষঙ্গিক কার্যক্রম পরিচালিত হয়েছিল।
টিএই/ইএ