শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ঢাকা

দর্শকদের মারতে যাওয়া পাকিস্তানি ক্রিকেটারের ঘটনায় মুখ খুলল পিসিবি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৬ এপ্রিল ২০২৫, ১২:৪১ পিএম

শেয়ার করুন:

loading/img

নিউজিল্যান্ড–পাকিস্তান তৃতীয় ওয়ানডে ম্যাচ শেষে এক অঘটনের জন্ম দিলেন পাকিস্তানের তারকা অলরাউন্ডার খুশদিল শাহ। কয়েকজন ভক্তের সাথে উত্তপ্ত বাক্যবিনিময়ের মধ্যে জড়িয়ে পড়েন। গ্যালারি থেকে দর্শকের করা আক্রমণাত্মক মন্তব্যের জবাব দিতেই তেড়ে যান খুশদিল। ঠিক কি কারণে দর্শকের দিকে তেড়ে গিয়েছিলেন এই অলরাউন্ডার এবার সেটাই জানাল পিসিবি।

পিসিবি এক বিবৃতিতে জানিয়েছে কেন তেড়ে গিয়েছিলেন খুশদিল। যেখানে আফগান নাগরিকদের পাকিস্তান বিরোধী স্লোগানের বিষয়টিও উঠে এসেছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘পাকিস্তান বিরোধী স্লোগান যখন চরমে, ক্রিকেটার খুশদিল শাহ এগিয়ে এসে দর্শকদের এমন কাজ থেকে বিরত থাকার অনুরোধ জানান। আফগান দর্শকরা পশতু ভাষায় আরও কিছু আপত্তিজনক কথা বললে পরিস্থিতি জটিল হয়ে যায়।’


বিজ্ঞাপন


এই ঘটনায় আইসিসি বা পিসিবির পক্ষ থেকে খুশদীল শাহ’র বিপক্ষে এখন পর্যন্ত কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা জানা যায়নি। যদিও একই বিবৃতিতে বলের আঘাতে হাসপাতালে যাওয়া ব্যাটার ইমাম-উল-হকের স্বাস্থ্যের সবশেষ অবস্থার কথা জানিয়েছে পিসিবি। 

বিবৃতিতে বলা হয়েছে, হাসপাতালে প্রাথমিক অনুসন্ধানে ইমামের ছোট একটি কনকাশন ধরা পড়েছে। যদিও তাকে দলের বাকিদের সঙ্গে দেশে ফেরার অনুমতি দেওয়া হয়েছে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন