ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরা যাত্রীদের থেকে বেশি ভাড়া আদায় করছিল বাস কাউন্টারের লোকজন। এমন তথ্যে শেরপুরের শ্রীবরদীর বিভিন্ন বাস কাউন্টারে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
শনিবার (৫ এপ্রিল) রাত ৮টা থেকে মধ্যরাত পর্যন্ত এ অভিযান চলে। এসময় অভিযোগের প্রমাণ পাওয়ায় জরিমানা করা হয় কাউন্টারগুলোকে এবং বাড়তি ভাড়াও যাত্রীদের ফিরিয়ে দেয় প্রশাসন।
বিজ্ঞাপন
অভিযান পরিচালনা করেন শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ জাবের আহমেদ।
অভিযান সূত্রে জানা যায়, ৫ এপ্রিল রাত ৮টা থেকে ১২টা পর্যন্ত শ্রীবরদী পৌর শহর, ভায়াডাঙ্গা বাজার, বালিজুরী বাজার ও বটতলা বাজারে ঢাকাগামী বাস কাউন্টারগুলোতে উপজেলা নির্বাহী অফিসার, শ্রীবরদী এর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় ৫ কাউন্টারে অর্থদণ্ড প্রদান করা হয় এবং অতিরিক্ত ভাড়া তাৎক্ষণিক যাত্রী সাধারণের মাঝে ফেরত দেওয়া হয়। এসময় ৫টি কাউন্টারে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
বিজ্ঞাপন
শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ জাবের আহমেদ বলেন, জনস্বার্থে এ অভিযান অব্যহত থাকবে।
প্রতিনিধি/টিবি