শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫, ঢাকা

ঈদে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে সড়কে প্রাণ গেল কিশোরের

জেলা প্রতিনিধি, নড়াইল
প্রকাশিত: ০১ এপ্রিল ২০২৫, ১০:২১ এএম

শেয়ার করুন:

loading/img

নড়াইল সদর উপজেলায় বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সিয়াম মোল্যা (১৬) নামে এক কিশোর নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দু’জন আহত হয়েছেন।

সোমবার (৩১ মার্চ) রাতে উপজেলার হাওয়াইখালি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সিয়াম মোল্যা উপজেলার কমলাপুর গ্রামের মশিয়ার মোল্যার ছেলে।


বিজ্ঞাপন


আরও পড়ুন

ঈদের রাতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে সিয়াম ও তার বন্ধুরা মিলে মোটরসাইকেলে করে লোহাগড়ার কালনা এলাকায় ঘুরতে যায়। পরে ফেরার পথে হাওয়াইখালি ব্রিজ এলাকায় পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সিয়ামসহ মোটরসাইকেললে থাকা দু’জন আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যায়। পরে সিয়াম এর শারীরিক অবস্থার অবনতি হলে জরুরি বিভাগের দ্বায়িত্বরত চিকিৎসক তাকে অন্যত্র নেয়ার পরাপর্শ দেন। পরে তাকে ঢাকা নেয়ার পথে সে মারা যায়।

এ বিষয়ে নড়াইলের তুলরামপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আহমেদ জানান, ঘটনাটি আমাদের কেউ অবহিত করেনি।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন