বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ঢাকা

নেত্রকোনায় বৃদ্ধাকে হত্যা করে স্বর্ণ-টাকা লুট, গ্রেফতার ২

জেলা প্রতিনিধি, নেত্রকোনা
প্রকাশিত: ০৪ এপ্রিল ২০২৫, ০২:৫২ পিএম

শেয়ার করুন:

loading/img

নেত্রকোনায় বাসায় ঢুকে বৃদ্ধা মাজেদা বেগমকে (৬৩) হত্যার পর স্বর্ণ ও নগদ টাকা লুটের ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৪ এপ্রিল) নেত্রকোনা মডেল থানার ওসি কাজী শাহনেওয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন।


বিজ্ঞাপন


এর আগে বৃহস্পতিবার বিকেলে জেলা শহরের ছোট বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন, জেলার কলমাকান্দা উপজেলার হাসানোয়াগাঁও গ্রামের শহিদ মিয়ার ছেলে আরিয়ান আহমেদ রাজীব (২২) ও জেলা শহরের ছোট বাজার এলাকার নুরুল ইসলামের ছেলে সাউন বিন তোহা আব্দুল্লাহ (১৫)।

হত্যার শিকার মাজেদা আক্তার জেলা শহরের আরামবাগ এলাকার মৃত আরজান আলীর স্ত্রী। ওই বাসায় তিনি একাই বসবাস করতেন।

আরও পড়ুন

কবরস্থান দখলের প্রতিবাদ করায় কৃষকদল নেতার হামলা, আহত ৩

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২১ মার্চ সন্ধ্যায় জেলা শহরের আরামবাগ এলাকায় নিজ বাসায় মোছা. মাজেদা বেগমকে হত্যা করে নগদ ১৫ হাজার টাকা,  স্বর্ণের কানের দুল ও দু’টি মোবাইলফোন নিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় চারদিন পর অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে  থানায় হত্যা মামলা দায়ের হয়। এদিকে ঘটনার পরপরই রহস্য উদঘাটন ও আসামি গ্রেফতারে অভিযান শুরু করে পুলিশ। জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও মডেল থানায় পুলিশের বিশেষ একটি দল গাজীপুরের শ্রীপুর থেকে লুট হওয়া একটি স্মার্টফোন উদ্ধার করে। পরে এরই সূত্রধরে ওই দুই আসামিকে গ্রেফতার করা হয়। এসময় তাদের থেকে লুট করে নেওয়া সাত হাজার টাকা উদ্ধার করা হয়।

নেত্রকোনা মডেল থানার ওসি কাজী শাহনেওয়াজ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সঙ্গে প্রত্যেক্ষভাবে জড়িত থাকার কথা স্বীকার করেছে। দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম ও অবশিষ্ট লুণ্ঠিত মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর