শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ঢাকা

যৌতুকের টাকা না পেয়ে গৃহবধুকে পিটিয়ে হত্যা

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৪ এপ্রিল ২০২৫, ০৪:৫৯ পিএম

শেয়ার করুন:

loading/img

যৌতুকের টাকা পরিশোধ করতে না পারায় সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার দূর্গানগর ইউনিয়নের মুলবেড়া এলাকায় গৃহবধু খাদিজা খাতুনকে (২৩) পিটিয়ে হত্যা করেছেন স্বামী আনোয়ার হোসেন। গৃহবধুর মৃত্যুর পর স্বামী ও তার স্বজনরা বাড়ি থেকে পলাতক রয়েছেন। 

শুক্রবার (৪ এপ্রিল) সকালে উপজেলার দূর্গানগর ইউনিয়নের মুলবেড়া গ্রামে এ ঘটনা ঘটে। 


বিজ্ঞাপন


নিহত খাদিজা শাহজাদপুর উপজেলার হলুদিঘর গ্রামের এমারত হোসেনের মেয়ে। ঘাতক স্বামী আনোয়ার হোসেন এই গ্রামের আব্দুল মজিদের ছেলে। তিন বছর আগে পারিবারিকভাবে আনোয়ারের সঙ্গে তার বিয়ে হয়।

নিহত খাদিজা খাতুনের বাবা অভিযোগ করেন, বিয়ের পর থেকেই খাদিজার স্বামী আনোয়ার বিভিন্ন সময়ে খাদিজাকে তার বাবার বাড়ি থেকে যৌতুক হিসেবে কখনও ৫০ হাজার আবার কখনও এক লাখ টাকা এনে দেবার দাবি জানাতেন। এ নিয়ে তাদের দাম্পত্য কলহ ছিল। যৌতুকের দাবি পূরণ করতে না পারায় প্রায়শই খাজিদাকে নির্যাতন করতেন স্বামী ও তার স্বজনরা। শুক্রবার সকালে যৌতুকের অর্থ নিয়ে খাজিদার সঙ্গে তার স্বামীর ঝগড়া-বিবাদ হয়। একপর্যায়ে আনোয়ার ঘরে রাখা লাঠি দিয়ে তার স্ত্রীকে বেধড়ক পেটায়। এতে খাজিদার মৃত্যু হয়। তার মৃত্যুর পর স্বামী আনোয়ার এবং বাড়ির লোকজন সবাই পালিয়ে যায়।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান জানান, পুলিশ খাদিজা খাতুনের লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। ঘাতক স্বামী ও তার স্বজনরা বাড়ি থেকে পালিয়ে গেছে। খাদিজার বাবা এমারত হোসেন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন