বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ঢাকা

মানিকগঞ্জে মাঝবয়সী নারীর লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ 
প্রকাশিত: ০৪ এপ্রিল ২০২৫, ০৪:২৫ পিএম

শেয়ার করুন:

loading/img

মানিকগঞ্জে এক মাঝবয়সী নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম-পরিচয় পাওয়া যায়নি।

শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে সদর উপজেলার পুটাইল ইউনিয়নের মিতরা-বরুন্ডী আঞ্চলিক সড়কের এগারশ্রী এলাকায় এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


স্থানীয়রা জানান, রাতের কোনো এক সময় কার্টনের মধ্যে লাশটি রেখে যায় অজ্ঞাত কেউ। আজ সকালে রক্তমাখা কার্টনটি দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পরে বেলা ২টার দিকে কার্টন খুলে মাঝবয়সী এক নারীর লাশ উদ্ধার করে পুলিশ।

এই ঘটনায় সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাউদ্দিনসহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

সদর থানার ওসি এসএম আমান উল্লাহ বলেন, সিআইডির ক্রাইম সিন ইউনিট পরিচয় শনাক্তের কাজ করছেন। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকের কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

News Hub