বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ঢাকা

বাল্য বিয়ে বন্ধ করে বরের বাবাকে জরিমানা

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৪ এপ্রিল ২০২৫, ০৭:১৬ পিএম

শেয়ার করুন:

loading/img

ব্রাহ্মণবাড়িয়ায় প্রশাসনের হস্তক্ষেপে বাল্য বিয়ের কবল থেকে রক্ষা পেয়েছে ১৪ বছরের এক কিশোরী।

শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে পৌর এলাকার নয়নপুর গ্রামে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সিফাত মো. ইশতিয়াক ভূঁইয়ার নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মুক্তা গোস্বামী এলাকার নয়নপুর গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই বাল্য বিয়ে বন্ধ করে দেন। এ বিয়ের কনে স্থানীয় একটি মাদরাসার ছাত্রী।

স্থানীয় লোকজন ও সদর উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পৌর এলাকার ভাদুঘর গ্রামের দক্ষিণপাড়ার বরকত আলীর ছেলে মো. নিলয়ের (২০) সঙ্গে পারিবারিকভাবে পৌর এলাকার নয়নপুর গ্রামের ওই অপ্রাপ্ত বয়স্ক কিশোরীর বিয়ের তারিখ নির্ধারণ হয়। দু’পক্ষের নির্ধারণ করা তারিখ অনুযায়ী শুক্রবার দুপুরে ওই কিশোরীর বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু স্থানীয় লোকজন এই বাল্য বিয়ের বিষয়ে সদর উপজেলা প্রশাসনকে অবগত করেন।

সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সিফাত মো. ইশতিয়াক ভূঁইয়ার নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মুক্তা গোস্বামী বিয়ের বিষয়ে খোঁজ নেওয়া শুরু করেন। গোপন সংবাদের মাধ্যমে কনের বাড়ির উদ্দেশে বরপক্ষের যাত্রার সংবাদ পান নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি)। দুপুর দুইটার দিকে কনের বাড়িতে হাজির হন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুক্তা গোস্বামী। সেখানে অভিযান চালিয়ে এই বাল্যবিয়ে বন্ধ করেন তিনি। বাল্য বিয়েতে রাজি হওয়ায় ছেলের বাবাকে চার হাজার টাকা জরিমানা করা হয়।

এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুক্তা গোস্বামী বলেন, কনে অপ্রাপ্ত বয়স্ক। তার বয়স মাত্র ১৪ বছর। কনের দাদা আনসার আলী ও বরের বাবা বরকত আলী আর বাল্য বিয়ে দিবেন না বলে মুচলেকা দিয়েছেন।


বিজ্ঞাপন


এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সিফাত মো. ইশতিয়াক ভূঁইয়া বলেন, ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ওই কিশোরীর বাল্য বিয়ে বন্ধ করা হয়েছে। বাল্য বিবাহ নিরোধ আইন ২০১৭-এর ৮ ধারায় ছেলের বাবাকে চার হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া উভয়পক্ষ মুচলেকা দিয়েছেন।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন