শনিবার, ৫ এপ্রিল, ২০২৫, ঢাকা

ঈদের রাতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

জেলা প্রতিনিধি, কুমিল্লা
প্রকাশিত: ০১ এপ্রিল ২০২৫, ০৯:৪৯ এএম

শেয়ার করুন:

loading/img

কুমিল্লা সদর দক্ষিণে প্রাইভেটকারকে পেছন থেকে ধাক্কা দিয়ে সিয়াম শাহ নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন।

সোমবার (৩১ মার্চ) রাত ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণের লালবাগ এলাকায় এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


সিয়াম শাহ (২৩) মুরাদনগর উপজেলার পাহাড়পুর এলাকার মিজানুর রহমানের ছেলে। এ ঘটনায় বাহাদুর নামের একজন গুরুতর আহত হয়েছেন।

আরও পড়ুন

মেহেরপুরে প্রাইভেট কারের ধাক্কায় শিশুসহ নিহত ২

সোমবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণের লালবাগ এলাকায় একটি প্রাইভেটকারকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী সিয়াম শাহ নিহত হয়।

মিয়ারবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট অর্পণ দেবনাথ জানান, দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। লাশ চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন