মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫, ঢাকা

চেন্নাই সমর্থকদের জন্য সুখবর, ফের অধিনায়কত্বে ধোনি!

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৪ এপ্রিল ২০২৫, ০৭:০৯ পিএম

শেয়ার করুন:

চেন্নাই সমর্থকদের জন্য সুখবর, ফের অধিনায়কত্বে ধোনি!

আইপিএলে সবচেয়ে বেশি পাঁচটি করে শিরোপা জিতেছে চেন্নাই সুপার কিংস ও মুম্বাই ইন্ডিয়ান্স। চেন্নাই সবকটি শিরোপাই জিতেছে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে। তবে আইপিএলে সবশেষ অধিনায়ক ধোনির দেখা মিলেছিলে ২০২৩ আসরের ফাইনালে। গত মৌসুমের খেলা শুরুর আগেই নেতৃত্ব ছেড়ে দেন তিনি, তখন থেকেই ফ্র্যাঞ্চাইজিটির অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। এবারের মৌসুমেই তিনিই নেতৃত্ব দিচ্ছেন। তবে এবার আবার অধিনায়ক ধোনির দেখা মিলতে পারে বলেই জানা গিয়েছে। 

নিজেদের সবশেষ ম্যাচে রাজস্থান রয়্যালসের বিপক্ষে মাঠে নেমেছিল চেন্নাই। এ ম্যাচে হেরেছে দলটি। ১৮৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে চোট পেয়েছিলেন রুতুরাজ। কনুইয়ের চোট থেকে এখনো সুস্থ হননি তিনি। ফলে আগামীকাল ঘরের মাঠে দিল্লী ক্যাপিটালসের বিপক্ষে রুতুরাজ খেলতে পারবেন কি না তা এখনো নিশ্চিত নয়। 


বিজ্ঞাপন


রুতুরাজের খেলা নিশ্চিত নয় বলেই ধোনিকে আবার অধিনায়ক হিসেবে মাঠে দেখতে পারার সম্ভাবনা জেগেছে। চোট থেকে শেষ পর্যন্ত রুতুরাজ সেরে না ওঠলে আগামীকাল দিল্লীর বিপক্ষে ম্যাচে ধোনিই নেতৃত্ব দিবেন, এমনটাই জানিয়েছেন ক্রিকইনফো। 

ম্যাচের আগে সংবাদ সম্মেলনে চেন্নাইয়ের ব্যাটিং কোচ মাইক হাসি বলেন, “আগামীকালকের ম্যাচে ঋতুরাজ গায়কোয়াড় খেলতে পারবেন কি না, তা নির্ভর করছে তিনি কতটা সুস্থ হয়ে উঠেছেন তার ওপর। এখনো ওর শরীরে ব্যথা আছে, আজকের নেট সেশনে কেমন ব্যাট করে সেটা দেখে আমরা সিদ্ধান্ত নেব। যদি ও না খেলতে পারে, তাহলে কে অধিনায়ক হবে সেটা এখনো নিশ্চিত নয়। তবে একটা শক্ত সম্ভাবনা আছে যে, কোনো তরুণ উইকেটরক্ষক নেতৃত্বে আসতে পারে,”

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর