শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫, ঢাকা

জয়পুরহাটে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদুল ফিতর উদযাপন

জেলা প্রতিনিধি, জয়পুরহাট
প্রকাশিত: ৩১ মার্চ ২০২৫, ০৩:০২ পিএম

শেয়ার করুন:

loading/img

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মুসলিম সম্প্রদায়ের বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয় জয়পুরহাটের কেন্দ্রীয় ঈদগাহ্ ময়দানে।

সোমবার (৩১ মার্চ) সকাল ৮টায় কেন্দ্রীয় ঈদগাহে ঈদের জামাতে ইমামতি করেন জয়পুরহাট কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম আল আমিন।


বিজ্ঞাপন


আরও পড়ুন

টাঙ্গাইলে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত

জয়পুরহাট চিনিকল জামে মসজিদেও বরাবরের মতো সকাল ৭টা ও ৮টায় দু’টি জামাত অনুষ্ঠিত হয়। এ ছাড়াও কালেক্টরেট ঈদগাহে, কাশিয়াবাড়ী ঈদগাহে, তালীমূল ইসলাম একাডেমি স্কুল অ্যান্ড কলেজ মাঠে, পুলিশ লাইনস মাঠে, খনজনপুর খানকা শরীফ মসজিদ মাঠে, রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয় আহলে হাদিস মসজিদ মাঠে, তেঁতুলতলী, হাতিল বুলুপাড়া  ও করিমনগর লালবাজার ঈদগাহসহ জেলার পাঁচ উপজেলাতে মোট ৪৫৭টি মসজিদ ও ঈদগাহে এবার ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

নামাজ শেষে আল্লাহর রহমত, দেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


News Hub